-2.8 C
New York
Thursday, December 26, 2024

২০ লাখের কমে সেরা ইলেকট্রিক গাড়ি: Tata Curvv EV না Mahindra BE 6E, দেখুন নিজেই

কলকাতাঃ আপনি কি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? ২০ লাখের কমে সেরা ইলেকট্রিক গাড়ি। পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি পেট্রোল-ডিজেলের খরচ বাঁচাতে ইলেকট্রিক গাড়ি (Electric Vehicle) কেনার পরিকল্পনা করছেন? তবে কোন ইলেকট্রিক গাড়ি আপনার জন্য সেরা হবে, তা নিয়ে যদি কিছুটা কনফিউশন থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। এখানে আমরা দুটি জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি, Tata Curvv EV এবং Mahindra BE 6E এর ফিচার, মাইলেজ এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এসেছি। যাতে আপনি সহজেই আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের বাজারের সেরা ইলেকট্রিক গাড়ি । Electric Cars in India

বর্তমানে ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির মধ্যে Tata Curvv EV বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে, Mahindra তাও পিছিয়ে নেই! সম্প্রতি লঞ্চ হয়েছে Mahindra BE 6E, যেটি ইলেকট্রিক গাড়ির মার্কেটে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এই নতুন মডেলের গাড়িটির বুকিং এখন থেকেই চালু হয়ে গিয়েছে। যারা এখন অর্ডার করবেন, তারা আগামী বছরের ফেব্রুয়ারিতে গাড়ির চাবি পেয়ে যাবেন।

Mahindra BE 6e ও Tata Curve EV এর ও ডিজাইন ও ফিচার্স

যখন গাড়ির ডিজাইন নিয়ে কথা আসে, তখন প্রথমেই নজরে আসে Mahindra BE 6E এর ইউনিক ও হটকো ডিজাইন। এই গাড়ির LED হেডলাইট, ১২.৩ ইঞ্চির বড় ইনফোটেনমেন্ট সিস্টেম, AI সাপোর্ট, এবং ইনবিল্ট 5G কানেকশন যেমন আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ, তেমনই এর ডিজাইনও পুরোপুরি ভিন্ন রকম। এটি সেইসব গ্রাহকদের জন্য যারা একেবারে নতুন এবং আধুনিক ডিজাইনে আগ্রহী।

অন্যদিকে, Tata Curvv EV এর ডিজাইন কিছুটা সাধারণ গাড়ির মতো হলেও এতে রয়েছে LED লাইট, ভেন্টিলেটেড সিট, প্যানোরামিক সানরুফ, এয়ার পিউরিফায়ার, এবং রেন সেন্সিং ওয়াইপিং সহ বেশ কিছু আধুনিক ফিচার যা গাড়িটিকে আরামদায়ক এবং প্রযুক্তিগতভাবে উন্নত করে তোলে।

Tata Curve EV, Mahindra BE 6E  ইঞ্জিন ও মাইলেজ

Mahindra BE 6E-র মধ্যে ৫৯ কিলোওয়াট আওয়ার (KWh) থেকে ৭৯ কিলোওয়াট আওয়ার (KWh) ব্যাটারির অপশন থাকবে। একবার ফুল চার্জ দিলে, এটি প্রায় ৬৮২ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। ৫৯ কিলোওয়াট আওয়ার মডেলটি ২২৮bhp এবং ৭৯ কিলোওয়াট আওয়ার মডেলটি ২৮১bhp শক্তি উৎপন্ন করবে।

অন্যদিকে, Tata Curvv EV-র ব্যাটারি অপশন থাকবে ৪৫ কিলোওয়াট আওয়ার থেকে ৫৫ কিলোওয়াট আওয়ার। এই ব্যাটারি একবার ফুল চার্জে ৫৮৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। ৪৫ কিলোওয়াট আওয়ার মডেলটিতে ১৪৮bhp এবং ৫৫ কিলোওয়াট আওয়ার মডেলটিতে ১৬৫bhp শক্তি উৎপন্ন হবে।

সেফটি ফিচার্স

Mahindra BE 6E এবং Tata Curvv EV দুটোই সেফটির দিক থেকে বেশ উন্নত ফিচার্স নিয়ে এসেছে। Mahindra BE 6E-তে রয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, এবং এয়ারব্যাগ সহ একাধিক সেফটি ফিচার। এগুলো নিশ্চিতভাবে ড্রাইভার এবং যাত্রীদের সুরক্ষিত রাখবে। অন্যদিকে, Tata Curvv EV-ও সেফটির ক্ষেত্রে কোনো কমতি রাখেনি। যেখানে Mahindra BE 6E ন্যূনতম ২টি এয়ারব্যাগ দিচ্ছে, সেখানে Tata Curvv EV-তে ৬টি এয়ারব্যাগ থাকবে, যা আরও বেশি সুরক্ষা নিশ্চিত করে।

Mahindra BE 6E ও Tata Curve EV এর দাম

ফিচার এবং ডিজাইনের পর, এবার আসি দাম সম্পর্কে। Tata Curvv EV এর দাম ১৭.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২২.৫ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। অন্যদিকে, Mahindra BE 6E এর দাম ১৮.৯ লক্ষ টাকা থেকে শুরু হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection