Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ই-শ্রম কার্ডে মিলবে মাসিক...

Pinky Khan,কলকাতা: দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র—দু’ই সরকারই...

Weather News West Bengal:...

কার্তিক মাস শেষ হতে না হতেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে শীতের আমেজ। সকালবেলা...

ভারতে ফেসবুক-গুগল নিষিদ্ধ করতে...

বিশ্বজুড়ে আজ স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড আর আইওএস— এই দুই অপারেটিং সিস্টেমের দুনিয়া। কিন্তু...

তামাক ও পান মশলায়...

আগামী কেন্দ্রীয় বাজেটে বড় চমক আসতে পারে। জানা যাচ্ছে, তামাক ও পান মশলায়...
Homeদেশ ও বিদেশআন্তজাতিক খবরফিলিপিন্সে জোরালো ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ, ৬৯ জনের মৃত্যু, আহত শতাধিক।

ফিলিপিন্সে জোরালো ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ, ৬৯ জনের মৃত্যু, আহত শতাধিক।

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

Philippines: দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যাঞ্চল। মঙ্গলবার রাতের এই ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। এতে মৃত্যু হয়েছে অন্তত ৬৯ জনের এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সেবু প্রদেশের বোগো ও আশপাশের ছোট শহরগুলিতে। শুধু বোগোতেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। ধসে পড়েছে বহু বাড়ি, নাইটক্লাব এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সকালেও ফিলিপিন্সে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপের নীচে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। পুলিশের পাশাপাশি সেনা ও নানা স্বেচ্ছাসেবী সংগঠনও যুক্ত হয়েছে এই অভিযানে। জীবিতদের খোঁজে স্নিফার ডগের সাহায্য নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এপি জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কিছু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজে বাধা তৈরি হচ্ছে। তার ওপর ঘন ঘন বৃষ্টি চলায় জীবিতদের খোঁজ পাওয়া আরও কঠিন হয়ে উঠছে।

সমুদ্র উপকূলীয় শহর বোগোয় প্রায় ৯০ হাজার মানুষের বাস। মঙ্গলবার রাতে যে ভূমিকম্পটি হয়েছে, তার উৎসস্থল ছিল বোগো থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়েছে। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশের অন্যতম বড় এই শহরটি।

ফিলিপিন্সের অসামরিক সুরক্ষা দফতরের উপপ্রশাসক বার্নার্ডো রাফায়েলিতো আলেজ়ান্দ্রো বুধবার সকালে জানান, “আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বলে খবর মিলছে।” বোগো শহরের দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক রেক্স ইগট জানিয়েছেন, পাহাড়ি গ্রামগুলিতে ধস নামায় এবং বিশাল পাথর গড়িয়ে পড়ায় একাধিক ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে উদ্ধারকাজ চলছে। এ ছাড়া মেডেলিন ও স্যান রেমিগিও শহরের বাইরেও আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -