নতুন মাসের শুরুতেই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দেরাদুন-দিল্লিগামী জন শতাব্দী এক্সপ্রেস (Jan Shatabdi Express)। শুক্রবার সকালে উত্তর প্রদেশের সাহারানপুর জেলার নাগাল এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা—ট্রেনের ইঞ্জিনের চাকা হঠাৎ আটকে যায়!
এই ঘটনার ফলে প্রায় ৫০ মিটার পর্যন্ত রেলপথের ক্লিপ উপড়ে পড়ে যায়। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, চালক নেমে দেখেন ইঞ্জিনের একটি চাকা গলে গিয়েছে! রেলের ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। লোকো পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও তৎপরতার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়নি।
রেল কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ট্র্যাক মেরামতের কাজ শুরু করেছে। এই দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। কিছু ট্রেন থামানো হয়েছিল এবং কিছু বিলম্বিত হয়েছিল। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
রেল দুর্ঘটনাটি কেন ঘটল, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তারা ইঞ্জিনের চাকা কীভাবে জ্যাম হয়ে গেল এবং কেন ক্লিপগুলি ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল, তা জানার চেষ্টা করছে। এই অপ্রত্যাশিত বিপর্যয়ের কারণে বন্দে ভারত ও উজ্জয়িনী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন মাঝপথে থামাতে হয়েছে। হঠাৎ করে ট্রেন থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদি ঘটনাটি সময়মতো নজরে না আসত, তাহলে শয়ে শয়ে প্রাণহানি ঘটতে পারত।