আজকের আবহাওয়া: গ্রীষ্মের মধ্যেই যেন আচমকা হাজির হয়েছে এক টুকরো ‘মিনি বর্ষা’র সিজন! তাপমাত্রা যেমন বেড়েই চলেছে, তেমনি তার ফাঁকে ফাঁকে আবার হঠাৎ বৃষ্টির দাপট। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিনেই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
দিনভর আকাশের মুখ ভার থাকতে পারে, কোথাও আবার হতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি। শুধু তাই নয়, অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। অফিস-কাছারি কিংবা স্কুল-কলেজে বের হওয়ার আগে একবার জেনে নিন—আজকের আবহাওয়া কেমন থাকতে চলেছে আপনার জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হতে চলেছে আজ। যার ফলে দক্ষিণের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ ও কাল।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
আবহাওয়া দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েকঘণ্টা বেশ সতর্ক থাকা দরকার। বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুধু হাওয়া নয়, বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে—হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
উত্তরবঙ্গেও স্বস্তি নেই—দক্ষিণের মতোই এখানে ঝোড়ো হাওয়ায় আর বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টি হবে, শোনা যাচ্ছে বজ্রপাতেরও আভাস।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |