Tiktok Ban Update Today: চীনা মালিকানাধীন বাইটড্যান্সের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় থাকলেও, এর ই-কমার্স চ্যানেল টিকটক শপ দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। চলতি বছর, মার্কিন ক্রেতাদের কেনাকাটার তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে টিকটক শপ।
সব খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন টিকটকের চীনা মালিকানা নিয়ে উদ্বিগ্ন। চীন থেকে মার্কিন তথ্যের সম্ভাব্য অপব্যবহারের আশঙ্কায় আগামী ১৯ জানুয়ারির মধ্যে বাইটড্যান্স থেকে আলাদা না হলে টিকটক নিষিদ্ধ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, এসব শঙ্কার মাঝেও ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে উপলক্ষে মার্কিন ক্রেতারা বিপুল পরিমাণে পণ্য কিনেছেন টিকটক শপ থেকে।
টিকটক শপের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্ল্যাক ফ্রাইডে সেলে এই প্ল্যাটফর্মের বেচাকেনা ১০ কোটি ডলার ছাড়িয়ে গেছে এবং গ্রাহকের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। পেনসিলভানিয়ার বাসিন্দা জেসমিন হুইলি জানান, টিকটক শপ তাঁর প্রথম কেনাকাটার পছন্দ। ২০২৩ সালে তিনি প্রায় ৭০০ ডলার ব্যয় করেছেন এই প্ল্যাটফর্মে।
সব খবর
টিকটক শপের আকর্ষণীয় ফিচারগুলো, যেমন লাইভ ভিডিও স্ট্রিমিং, দ্রুত শিপিং সুবিধা এবং ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে পণ্যের প্রচার, ক্রেতাদের আকৃষ্ট করছে। বিশেষ করে, লাইভ সেশন থেকে সরাসরি কেনাকাটার সুবিধা মার্কিন ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |