আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

আগামীকালের আবহাওয়া: পঞ্চমী তেও দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টি, সমুদ্র উত্তাল

Weather Update

আজ চতুর্থী, আর বেশ কিছু পুজো মণ্ডপে মায়ের আগমন শুরু হয়েছে। চারপাশে ছড়িয়েছে খুশির আলো, উৎসবে মেতে উঠেছে বাঙালি। কিন্তু এই আনন্দের মাঝেও থেমে নেই দুর্যোগ। কাঁটা হিসেবে বিঁধে আছে অসুর বৃষ্টি (Weather Update)। আর কতদিন এই অসহনীয় বৃষ্টিকে সহ্য করতে হবে, তা কে জানে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা নিয়ে এবার বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে। আজ উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থেকে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামীকাল এটি দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। তবে এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন প্রভাব ফেলবে না, কারণ এটি মূলত ওড়িশা ঘেঁষা। অর্থাৎ, কিছুদিন আগে যা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল, এবার কলকাতায় সেই পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। চলুন এক নজরে দেখে নিই আগামীকালের আবহাওয়া কেমন হবে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। যেটি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। জানা গিয়েছে এই চার জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তার পর আপাতত দক্ষিণের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তাণ্ডব রবিবার পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে পারে।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now