আজকের আবহাওয়া আপডেট: শিয়রে এসে গেছে দুর্গাপুজো। কিন্তু এই আনন্দের উৎসবের আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল গোটা বাংলা। দক্ষিণবঙ্গে চলছে প্রখর রোদ আর ভ্যাপসা গরমে অস্বস্তির চরম অবস্থা, অন্যদিকে উত্তরবঙ্গে থামছেই না প্রবল বর্ষণ। সেখানে যেন দুর্যোগের কোনো শেষ নেই। আজ, বুধবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন দক্ষিণ-পূর্ব পাকিস্তান, জোধপুর, চাপড়া, পুরুলিয়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। পাশাপাশি পূর্ব বিহার ও আশপাশের এলাকায় আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উপরে। এর ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকে পড়ছে স্থলভাগে। এর প্রভাবেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, আর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি চলতে পারে।
আজকের আবহাওয়া আপডেট
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতরের জারি করা বুলেটিনে জানানো হয়েছে, আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, আর বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে দুর্যোগ চলবে আপাতত। বুধবার ভারী থেকে অতি ভারী বর্ষণের (৭-২০ সেমি) জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।
সব খবর
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, বৃহস্পতিবার বাংলার আবহাওয়া কেমন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু উত্তরবঙ্গ নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও বৃষ্টি চলতেই থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে—উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলী, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদীয়া—অর্থাৎ কার্যত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


