JKNews24 Bangla: সিডনিতে ব্যর্থ টপ অর্ডার: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বিরাট কোহলি, সিডনিতে জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) পঞ্চম ও সিরিজ টেস্ট। তবে ভারতীয় সমর্থকদের জন্য একটু হতাশার খবর, কারণ দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এই ম্যাচে খেলছেন না। তাঁর জায়গায় নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন বুমরাহ। রোহিতের ম্যাচে না থাকার বিষয়টি ম্যাচের আগের দিনই জানিয়ে দেন দলের কোচ গৌতম গম্ভীর। তাঁর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল নানা জল্পনা। শুধু রোহিত নন, এই ম্যাচে খেলছেন না আকাশ দীপও। কারণ তাঁর পিঠে চোট লেগেছে। যার ফলে দুটি পরিবর্তন করতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। রোহিতের পরিবর্তে এসেছেন শুভমন গিল। অন্যদিকে আকাশের পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ।
সিরিজের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। তবে সিডনিতে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে দলের টপ অর্ডার। শুক্রবার ভারতের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। যদিও শুরুর কিছুক্ষণ তাদের ব্যাটিং কিছুটা ইতিবাচক দেখাচ্ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। বিশেষ করে কেএল রাহুলের পারফরম্যান্স হতাশাজনক ছিল। এই ম্যাচেও তিনি পুরোপুরি ব্যর্থ হন এবং মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। মিচেল স্টার্কের বলেই রাহুল কনস্টাসের হাতে ক্যাচ তুলে দেন, যার ফলে ভারতের প্রথম উইকেটের পতন ঘটে। ১১ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতীয় দল।
কেএল রাহুল আউট হওয়ার পর ব্যাট করতে নামেন শুভমন গিল। অনেকেই আশা করেছিলেন যে গিল এবং যশস্বী জয়েসওয়াল মিলে ভারতের ইনিংসকে সামাল দেবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল যশস্বীর ব্যাটিং ব্যর্থতা। রাহুল ফিরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফের ভারতের উইকেটের পতন ঘটে। মাত্র ১৭ রানের মাথায় স্কট বোল্যান্ডের বলে ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী। সিডনি টেস্টের প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১০ রান। এর ফলে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ভারত।
তবে পরিস্থিতি কিছুটা সামলেছেন বিরাট কোহলি এবং শুভমন গিল। এই দুই ব্যাটারের জুটি ভারতের ইনিংসকে কিছুটা স্থিতি দেয়। যদিও মধ্যাহ্নভোজের বিরতির আগে শুভমন গিল আউট হয়ে যান। কিন্তু তাদের ব্যাটিংয়ে ভারতের স্কোরবোর্ডে কিছুটা গতি আসে। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৫৭ রান। ক্রিজে এখনও অপরাজিত আছেন বিরাট কোহলি, যিনি ১২ রানে ব্যাট করছেন। শুভমন গিল ২০ রান করে নাথান লিয়নের বলে আউট হন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |