রাজশাহীতে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া এলাকার মাসুদ রানা (৩৫) ও নাদিম ইসলাম (২৮)। গুরুতর অসুস্থ ব্যক্তির নাম মোহাম্মদ টনি। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান মাসুদ রানা ও নাদিম ইসলাম। ভোর সাড়ে ৫টার দিকে নাদিম ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপর সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মাসুদ রানা।
চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ টনি চোখে জল নিয়ে বলছিলেন, “নাদিম ইসলাম আমার খুব কাছের বন্ধু। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা কয়েকজন—মাসুদ রানা, নাদিম, মেহেদী আর আমি—ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদপান করতে যাই।”
টনি আরও জানান, “আমি সামান্য একটু পান করেই বুঝতে পারি শরীর ভালো লাগছে না, তখনই থেমে যাই। কিন্তু নাদিম আর রানা অনেক বেশি পরিমাণে মদপান করেছিল। এরপর রাতেই ওদের শরীর খারাপ হতে শুরু করে।”
বন্ধুরা মিলে নিরীহভাবে একটু সময় কাটাতে গিয়ে যে এমন ভয়ানক কিছু ঘটে যাবে, তা কেউই ভাবেননি।
টনির সেই কণ্ঠে একরাশ আফসোস, কষ্ট আর অপরাধবোধ—যেন নিজের চোখের সামনে বন্ধুদের হারানোর দুঃসহ স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।
মাসুদ রানার স্ত্রী সাবিনা খাতুন বলেন, আমার স্বামী রোববার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। মদপান করেছিলেন কিনা জানি না। রাতে দুটি বিস্কুট ছাড়া আর কিছু খাননি। সোমবার সারাদিন ঘুমিয়েছেন। সন্ধ্যার পর থেকে পেট ব্যথা শুরু হয়। গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভেবে রাত ২টার দিকে হাসপাতালে নিলে মঙ্গলবার সকালে মারা যান।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, নিমপাড়া এলাকার মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |