UPI New Rules 2025: ভারতের ডিজিটাল অর্থনীতি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে, আর তার বড় কারণ হলো মোবাইলের মাধ্যমে সহজে লেনদেন করার সুযোগ। এখন ছোট থেকে বড় যেকোনো পেমেন্ট করতে মানুষ নগদের পরিবর্তে ব্যবহার করছেন ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI)। তবে এবার এই ব্যবস্থায় আসছে নতুন নিয়ম, যা কার্যকর হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে। এই পরিবর্তনের ফলে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসায়ী—সবাইয়ের লেনদেনে নতুন অভিজ্ঞতা যুক্ত হবে বলে মনে করা হচ্ছে।
সব খবর
UPI New Rules
UPI নতুন নিয়ম কাদের জন্য কার্যকর?
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) স্পষ্ট জানিয়েছে, তাদের সদস্য ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) এবং জনপ্রিয় ইউপিআই অ্যাপগুলিকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। ফলে ফোনপে, গুগল পে, পেটিএম বা অন্য যেকোনো ইউপিআই অ্যাপ ব্যবহারকারীরা সরাসরি এই পরিবর্তনের প্রভাব অনুভব করবেন। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ২৪ আগস্ট এনপিসিআই প্রথমবার কর-সংক্রান্ত কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে প্রতি লেনদেনে সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছিল। এবার সেই সুবিধা আরও বিস্তৃত করে দেওয়া হচ্ছে, যাতে আরও বেশি মানুষ ও ব্যবসায়ী উপকৃত হতে পারেন।
কেন UPI লেনদেনের সীমা বাড়ানো হলো?
ইউপিআই এখন ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল লেনদেন মাধ্যম। প্রতিদিন কোটি কোটি লেনদেন এই ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়। শুরুতে ইউপিআইকে ছোটখাটো দৈনন্দিন খরচ মেটানোর জন্য বানানো হলেও বর্তমানে—
সব খবর
- ব্যবসায়িক লেনদেন
- কর পরিশোধ
- শিক্ষা ফি জমা
- হাসপাতালের বিল
- বড় কেনাকাটা
সব ক্ষেত্রেই মানুষ এটি ব্যবহার করছেন। বাজারে এই চাহিদা অনেকদিন ধরেই ছিল যে ইউপিআই লেনদেনের সীমা আরও বাড়ানো হোক। এনপিসিআই সেই দাবি পূরণ করল।
UPI নতুন নিয়ম অনুযায়ী কী পরিবর্তন আসছে?
নতুন নির্দেশিকায় পরিষ্কারভাবে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে এখন থেকে একবারে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ থাকবে। তবে এই সুবিধা সবার জন্য নয়—শুধুমাত্র এনপিসিআই-স্বীকৃত ভেরিফাইড মার্চেন্টদের জন্য প্রযোজ্য। ব্যাংকগুলোর দায়িত্ব থাকবে যাতে এই বাড়তি সীমা শুধুমাত্র নিয়ম মেনে চলা ব্যবসায়ীরাই ব্যবহার করতে পারেন। পাশাপাশি প্রতিটি ব্যাংক চাইলে নিজেদের নীতি অনুযায়ী আলাদা লেনদেনের সীমা নির্ধারণ করতে পারবে, তবে তা কখনোই এনপিসিআইয়ের নির্ধারিত সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারবে না।
গ্রাহকদের জন্য কী সুবিধা হবে?
এই নতুন নিয়ম গ্রাহকদের জন্য যেমন স্বস্তি নিয়ে আসছে, তেমনি কিছু উদ্বেগও তৈরি করছে। একদিকে, হাসপাতালের বিল, টিউশন ফি বা কর পরিশোধের মতো উচ্চমূল্যের পেমেন্ট করতে আর আলাদা করে ব্যাংক ট্রান্সফারের ঝামেলা পোহাতে হবে না—সব কিছু হবে রিয়েল টাইমে এবং অনেক সহজে। এতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী হবে। তবে অন্যদিকে, অনেক বিশেষজ্ঞের মতে লেনদেনের সীমা বাড়ালে প্রতারণার আশঙ্কাও বেড়ে যেতে পারে। তাই ব্যবহারকারীদের সুরক্ষায় প্রতিটি লেনদেনে নিরাপত্তা আরও জোরদার করা অত্যন্ত প্রয়োজন।
ব্যবসায়ীদের উপর প্রভাব
নতুন নিয়মের সবচেয়ে বড় সুবিধা পাবেন বড় ব্যবসায়ী ও সংস্থাগুলি, কারণ এখন তাঁরা সহজেই একবারে উচ্চমূল্যের লেনদেন করতে পারবেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, রিয়েল এস্টেট কোম্পানি এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলো এই নিয়মে সবচেয়ে বেশি লাভবান হবে। ছোট ব্যবসায়ীরাও পিছিয়ে থাকবেন না, কারণ তাঁদের গ্রাহকেরা এখন আরও নিশ্চিন্তে বড় অঙ্কের পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি, ভেরিফাইড মার্চেন্ট ট্যাগ পাওয়ার প্রতিযোগিতাও অনেকটাই বেড়ে যাবে, যাতে ব্যবসায়ীরা গ্রাহকের আস্থা ধরে রাখতে এবং আরও বেশি লেনদেন আকর্ষণ করতে পারেন।
ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ভবিষ্যৎ
ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল অর্থনীতি। শুধুমাত্র জুলাই ২০২৫ মাসেই প্রায় ১২০০ কোটি ইউপিআই লেনদেন সম্পন্ন হয়েছে। নতুন নিয়ম চালু হওয়ার পর এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন—
- ২০২৭ সালের মধ্যে ইউপিআই ভারতের মোট খুচরা লেনদেনের ৭০% কভার করবে।
- বিদেশে ভারতীয় প্রবাসীরাও ধীরে ধীরে এই ব্যবস্থার সুবিধা পেতে শুরু করবেন।
- ডিজিটাল পেমেন্টের সাথে জুড়ে যাবে আরও নতুন প্রযুক্তি যেমন এআই-ভিত্তিক ফ্রড ডিটেকশন, ব্লকচেইন ইন্টিগ্রেশন ইত্যাদি।
১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হতে চলা এই নতুন ইউপিআই নিয়ম ভারতীয় অর্থনীতিতে এক বড় পরিবর্তন আনবে। এখন থেকে গ্রাহকরা আরও সহজে ও দ্রুত বড় অঙ্কের টাকা ট্রান্সফার করতে পারবেন। ব্যবসায়ীরা লাভবান হবেন, ব্যাংকগুলোর দায়িত্ব বাড়বে, আর সামগ্রিকভাবে ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে।
তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ও স্বচ্ছতা। সীমা যতই বাড়ুক না কেন, গ্রাহকের তথ্য ও অর্থ যাতে কোনওভাবেই ঝুঁকির মধ্যে না পড়ে, তা নিশ্চিত করাই হবে আসল চ্যালেঞ্জ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |