Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

Facebook Like Button বন্ধের...

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা ...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...
Homeব্যবসা বাণিজ্যশেয়ারবাজারUrban Company Share Price: স্টার্টআপ থেকে শেয়ারবাজারে দুর্দান্ত সূচনা

Urban Company Share Price: স্টার্টআপ থেকে শেয়ারবাজারে দুর্দান্ত সূচনা

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

Urban Company Share Price: ভারতের অন্যতম জনপ্রিয় স্টার্টআপ Urban Company আজ শেয়ারবাজারে দুর্দান্ত এন্ট্রি করেছে। NSE-তে শেয়ারের দর শুরু হয়েছে ১৬২.২৫ টাকায় এবং BSE-তে ১৬১ টাকায়, যা তাদের নির্ধারিত IPO প্রাইস ১০৩ টাকার তুলনায় প্রায় ৫৭% বেশি। প্রায় ১,৯০০ কোটি টাকার এই ইস্যুটি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ইতিমধ্যেই ২০২৫ সালের অন্যতম সর্বাধিক সাবস্ক্রাইবড অফারিং হিসেবে জায়গা করে নিয়েছে। এক কথায়, Urban Company-র লিস্টিং বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে।

আগে অন্য নাম ছিল

Urban Company-র যাত্রা শুরু হয় ২০১৪ সালে ‘UrbanClap’ নামে। উদ্দেশ্য ছিল ঘরে বসে থাকা গ্রাহককে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিউটিশিয়ান ও ক্লিনারের মতো পরিষেবা পাওয়া। শুরু থেকেই কোম্পানি গ্রাহক ও সার্ভিস প্রফেশনাল—দু’জনের দিকেই গুরুত্ব দিতে শুরু করেছিল। ফলে স্বল্প সময়ের মধ্যেই UrbanClap মানুষের আস্থাভাজন হয়ে ওঠে।

২০২০ সালে সংস্থাটি নিজেদের নতুন পরিচয়ে হাজির হয়—‘Urban Company’। এই রিব্র্যান্ডিং ছিল কেবল নাম বদলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কোম্পানির লক্ষ্য এবং ভিশনেও বড় পরিবর্তন আনে। আগে যেখানে তারা মূলত ঘরোয়া পরিষেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, রিব্র্যান্ডিংয়ের পর থেকে বিউটি, ওয়েলনেস, হোম রিপেয়ার, এমনকি নানা ধরনের লাইফস্টাইল সার্ভিস একসঙ্গে একটি প্ল্যাটফর্মে দেওয়ার উদ্যোগ নেয়।

Urban Company সবসময়ই গ্রাহককেন্দ্রিক নীতিকে গুরুত্ব দিয়েছে। তাদের প্ল্যাটফর্মে থাকা প্রতিটি সার্ভিস প্রফেশনালই প্রশিক্ষিত ও ভেরিফায়েড, ফলে গ্রাহকরা প্রতিবার একই মানের পরিষেবা পাবেন—এই বিশ্বাস তৈরি করতে পেরেছে সংস্থাটি। তবে শুধু গ্রাহক নয়, সার্ভিস প্রফেশনালদের দিকেও সমান নজর দিয়েছে Urban Company। নিয়মিত ট্রেনিং প্রোগ্রাম, NSDC সার্টিফিকেশন থেকে শুরু করে স্টক অপশন পর্যন্ত দিচ্ছে তারা। এর ফলে ব্লু কলার কর্মীদের জন্য তৈরি হয়েছে নতুন সম্মান, স্থিতিশীলতা এবং ক্যারিয়ার উন্নতির সুযোগ।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

আজ Urban Company ৪টি দেশ ও ৬৩টি শহরে কাজ করছে। ৪৮,০০০-এর বেশি সক্রিয় প্রফেশনাল এবং ১.৩ কোটিরও বেশি গ্রাহক তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে বিউটি এক্সপার্ট, স্কিনকেয়ার, ম্যাসাজের সুবিধা—সবই এখন এক জায়গায় পাওয়া যাচ্ছে। তাদের লক্ষ্য গ্রাহকের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া, প্রযুক্তির সঠিক ব্যবহার, সার্ভিস প্রফেশনালদের ক্ষমতায়ন, নির্ভরযোগ্য ও কনসিস্টেন্ট অভিজ্ঞতা প্রদান। 

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -