আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিষিদ্ধ! বিমানে ওঠার আগে জানুন

Published on: January 5, 2026
বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিষিদ্ধ

JKNews24 Desk: বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, এমন নির্দেশিকা জারি করেছে অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা (DGCA)। তবে যাত্রীরা চাইলে মোবাইল বা অন্যান্য ডিজিটাল ডিভাইস চার্জ করার জন্য বিমানের চার্জিং পয়েন্ট ব্যবহার করতে পারবেন। DGCA আরও জানিয়েছে, যদিও বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা যাবে না, তবুও হ্যান্ডব্যাগে তা বহন করা যাবে।

কী বলল DGCA?

‘বিপজ্জনক পণ্য পরামর্শ সার্কুলার’-এ DGCA স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, পাওয়ার ব্যাঙ্ক হ্যান্ডব্যাগে রাখা যাবে, কিন্তু বিমানের মধ্যে ব্যবহার করা যাবে না। এর কারণ হলো, মোবাইল, ট্যাবলেট বা অন্যান্য ডিজিটাল ডিভাইস চার্জের জন্য ব্যবহৃত পাওয়ার ব্যাঙ্কে উচ্চক্ষমতার পাতলা ব্যাটারি থাকে, যা দ্রুত গরম হয়ে ফেটে যেতে পারে। এমন পরিস্থিতি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে।

DGCA আরও সতর্ক করে জানিয়েছে, এয়ারক্রাফটের ভিতরে রাখা লিথিয়াম ব্যাটারিগুলিও ঝুঁকির কারণ হতে পারে। ওভারহেড স্টোরেজ বিন বা হ্যান্ডব্যাগে এই ব্যাটারিগুলো রাখা সমস্যার সৃষ্টি করে, কারণ এগুলো সবসময় যাত্রী বা ক্রু দ্বারা পর্যবেক্ষণ করা যায় না। এতে ধোয়া বা আগুন সনাক্ত করতে বিলম্ব হতে পারে। DGCA উল্লেখ করেছে, লিথিয়াম ব্যাটারিতে আগুন লাগার মূল কারণ হলো অনিয়ন্ত্রিত গরম, অতিরিক্ত চার্জিং, নিম্নমানের উৎপাদন, পাশাপাশি পুরানো ব্যাটারি বা ভুল ব্যবস্থাপনার কারণে শর্ট সার্কিটও বড়সড় বিপদের কারণ হতে পারে।

সেই কারণেই DGCA এবার বিমান সফরকালে যাত্রীদের লিথিয়াম ব্যাটারি সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন করে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে। এছাড়া, লিথিয়াম ব্যাটারিচালিত পাওয়ার ব্যাঙ্ক হাতব্যাগ ছাড়া অন্য কোথাও রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিমানের কেবিনে ব্যাটারি থেকে সম্ভাব্য আগুন প্রতিরোধে সংস্থাগুলিকে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now