রহান খান , কলকাতা: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Venezuela President On America) আমেরিকার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি জারি করেছেন। তাঁর অভিযোগ, আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের কৃত্রিম প্রস্তুতি নিচ্ছে। মাদুরো জানান, “গোটা দেশে আমাদের সামরিক বাহিনীর হাতে রয়েছে অন্তত ৫,০০০ রুশ ইগলা-এস ম্যান পোর্টেবল সারফেস-টু-এয়ার মিসাইল,” যা দেশকে সুরক্ষিত রাখতে যথেষ্ট। তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে পরোক্ষভাবে আমেরিকাকে সতর্ক করেছেন তিনি। উল্লেখযোগ্যভাবে, এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন এবং খবর অনুযায়ী, ওয়াশিংটন বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজটি ভেনেজুয়েলার উপকূলের দিকে পাঠিয়েছে।
কেন যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা?
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, লাতিন আমেরিকার অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ঘিরে নতুন করে বড়সড় উত্তেজনা তৈরি করছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজটি ভেনেজুয়েলার উপকূলের দিকে পাঠিয়েছে আমেরিকা, যা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন সম্ভবত মাদুরো সরকারের পতন ঘটাতে চাইছে। বেশ কয়েকটি সূত্রের মতে, মার্কিন প্রশাসন সরাসরি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করছে।
গতকাল ভেনেজুয়েলার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট মাদুরো বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর প্রশাসন এক নতুন চিরস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও জানান, আমেরিকার বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ইতিমধ্যেই ভেনেজুয়েলা উপকূলের কাছে পৌঁছে গেছে। উল্লেখযোগ্যভাবে, এই যুদ্ধজাহাজ একসঙ্গে প্রায় ৯০টি যুদ্ধবিমান ও আক্রমণাত্মক হেলিকপ্টার বহন করতে সক্ষম।
শীঘ্রই ভেনিজুয়েলায় আক্রমণ করতে পারে আমেরিকা!
বেশ কয়েকটি সূত্রের দাবি, ট্রাম্প প্রশাসন যেভাবে ভেনেজুয়েলার দিকে এগোচ্ছে, তাতে লাতিন আমেরিকার এই দেশটিতে যে কোনো মুহূর্তে বড়সড় যুদ্ধ শুরু হতে পারে। এই পরিস্থিতি ঘিরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর সহযোগীরা কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন। সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে মাদুরো অভিযোগ করে বলেন, “আমেরিকা এক বিকৃত ও মিথ্যা জাল বিস্তার করছে, যা সম্পূর্ণ অপরাধমূলক এবং অশালীন।” অর্থাৎ, মার্কিন আক্রমণের আশঙ্কায় রুশ ইগলা-এস ম্যান-পোর্টেবল সারফেস-টু-এয়ার মিসাইল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
সব খবর
রুশ ক্ষেপণাস্ত্র নিয়ে কী বোঝাতে চাইছেন মাদুরো?
প্রথমেই বলে রাখি, রাশিয়ার তৈরি ইগলা এস ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম গত 10 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে ভেনিজুয়েলায়। কাঁধে বহনকারী এই ক্ষেপণাস্ত্র নিয়েই বিগত দিনগুলিতে শত্রুদের মোকাবিলা করেছে লাতিন আমেরিকার দেশটি। এবার সেই ক্ষেপণাস্ত্র নিয়েই আমেরিকাকে রুখে দেওয়ার ইঙ্গিত দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বলে রাখি, বিগত বছরগুলিতে মাদুরো এই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার উপর বিশেষ জোর দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, 5000 টিরও বেশি ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র আমেরিকার বিমানের জন্য বড়সড় হুমকি হয়ে উঠতে পারে। আসলে সেটাই আকার, ইঙ্গিতে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন মাদুরো।


