রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ময়নার দুটি বিজেপি অধিকৃত গ্রাম পঞ্চায়েতের প্রায় ১২ হাজার উপভোক্তা (Lakshmir Bhandar)। গত তিন মাস ধরে তাঁরা এই আর্থিক সহায়তা পাচ্ছেন না, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাপা উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান মেলেনি। অন্যদিকে, বিজেপির দাবি—শাসকদল ইচ্ছাকৃতভাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে এই এলাকায়। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে প্রতিদিনই।
ময়নায় বন্ধ লক্ষ্মীর ভান্ডার! (Lakshmir Bhandar)
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের বাকচা ও গোজিনা গ্রাম পঞ্চায়েতে প্রায় তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে (Lakshmir Bhandar)। ময়না ব্লকজুড়ে প্রায় ১২ হাজার উপভোক্তা এই সুবিধা থেকে বঞ্চিত। গ্রামবাসীদের দাবি, যেহেতু এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তাই শাসকদল ইচ্ছে করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা এবার ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বাকচা ও গোজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল, তারপর থেকেই এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে।
তৃণমূলের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ বিজেপির
বিজেপির জেলা পারিষদের সদস্য উত্তম সিংহ অভিযোগ করে বলেন, “শুধু দুটি নয়, আরও ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন হাজার উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ রয়েছে। এতে মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বাড়ছে।“লক্ষ্মীর ভান্ডার কোনও তৃণমূলের পার্টি ফান্ডের টাকা নয়, এটা সরকারের প্রকল্প, আমাদের সবার করের টাকায় চালিত। এই বিষয়ে আমরা নতুন বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, এখন দেখা যাক কী পদক্ষেপ নেওয়া হয়।” অন্যদিকে, ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি শাজাহান আলি জানান, “দুটি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আরও কিছু এলাকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ রয়েছে। ময়নার বিডিওর মাধ্যমে জেলাশাসকের দফতরে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান হবে।”
প্রসঙ্গত, নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়া নিয়ে সেখানার সাধারণ মহিলাদের মধ্যে শাসকদলের বিরুদ্ধে যে ক্ষোভ জমা হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। এই প্রসঙ্গে বাকচা ও গোজিনার বহু উপভোক্তা জানিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল থাকা সত্ত্বেও মাসের পর মাস টাকা ঢুকছে না। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, “লক্ষ্মীর ভান্ডার আমাদের সংসারের বড় অবলম্বন। রাজনীতি কে করছে জানি না, কিন্তু তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের। আমরা চাই দ্রুত টাকা দেওয়া শুরু হোক।”
সব খবর
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


