আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Voter ID-Aadhaar লিঙ্ক: ভোটারদের জন্য বড় পরিবর্তন আসছে?

Voter ID-Aadhaar লিঙ্ক

দেশজুড়ে ভোটার কার্ডের অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠে আসছিল। ভুয়ো ভোটার, একাধিক ভোটার কার্ড থাকা বা ভুল তথ্যের মতো সমস্যাগুলো ভোট ব্যবস্থাকে বারবার প্রশ্নের মুখে ফেলছিল। এবার সেই সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ECI)। এবার থেকে ভোটার আইডির সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা হবে, যাতে ভোটারদের পরিচয় আরও স্বচ্ছ এবং নির্ভুল হয়। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন! এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে নির্বাচন কমিশন এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) যৌথভাবে কাজ শুরু করেছে।

গত মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. এসএস সন্ধু এবং ড. বিবেক জোশীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আইন দপ্তরের সচিব এবং UIDAI-র প্রধানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আর সেখানেই নেওয়া হয় এই ঐতিহাসিক সিদ্ধান্ত। সূত্রের খবর, বর্তমানে দেশের ৯৯ কোটির বেশি ভোটারের মধ্যে মাত্র ৬৬ কোটির আধার নম্বর নির্বাচন কমিশনের হাতে রয়েছে। এবার বাকি ভোটারদের আধার কার্ডও যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বেশ কিছু সূত্র বলছে, ভোটার-আধার সংযুক্তিকরণের (Voter Id Aadhar Link) ফলে জাল এবং ভুয়া ভোটারদের সহজেই চিহ্নিত করা যাবে। অনেকেই নতুন ঠিকানায় আধার আপডেট করলেও ভোটার কার্ড ট্রান্সফার করতে ভুলে যান। পরে একাধিক জায়গায় ভোটারের তালিকায় তাদের নাম থেকে যায়। ভোটার-আধার সংযুক্তির ফলে জাল এবং ভুলভাবে যোগ হওয়া নাম শনাক্ত করা খুব সহজ হবে। পাশাপাশি এক ব্যক্তি একাধিক জায়গায় ভোটার হতে পারবেন না। এখানেই শেষ নয়, ভোটার তালিকা আগে থেকে আরও স্বচ্ছ হবে এবং রাজনৈতিক দলগুলির অভিযোগ কমবে।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now