War 2 Teaser: ২০২৫ সালে যে কয়েকটা সিনেমা নিয়ে সবার মনে আলাদা উত্তেজনা ছিল, তার মধ্যে একটা নিশ্চয়ই ‘ওয়ার ২’। অবশেষে মঙ্গলবার, ২০ মে, প্রকাশ পেল সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম ঝলক। আর স্বাভাবিকভাবেই টিজার সামনে আসতেই শুরু হয়ে গেল প্রবল উন্মাদনা।
হৃতিক রোশন বনাম জুনিয়র এনটিআর—দুই স্টাইল আইকনের মুখোমুখি সংঘর্ষ, সঙ্গে চোখ ধাঁধানো বিদেশি লোকেশন আর হাই-অকটেন অ্যাকশন—সব মিলিয়ে টিজারটা যেন একেবারে ‘মাসিভ’! অনেকেই বলছেন, এটা নিঃসন্দেহে বড় পর্দায় দেখার মতো একটা ইভেন্ট হতে চলেছে।
তবে সব কিছু এতটা নিখুঁত ভাবছে না সবাই। প্রশংসার মাঝেও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা দুই-ই। কারও কারও মতে, টিজারে নতুন কিছু পাওয়া গেল না। বরং অনেকেরই মনে হচ্ছে, পুরনো ‘ওয়ার’-এর প্যাকেজে নতুন নাম বসানো হয়েছে মাত্র! কেউ কেউ তো সরাসরি বলেই ফেলেছেন—“পুরনো মদ নতুন বোতলে!”
টিজারে দেখা যাচ্ছে, হৃতিক ও জুনিয়র এনটিআর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধরত। ট্রেন, প্লেন, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট—সব আছে। কিন্তু দর্শকের একাংশের মতে, সব কিছু যেন ‘ওয়ার’ পার্ট ১-এর রিক্যাপ, যেখানে আগে হৃতিকের প্রতিপক্ষ ছিলেন টাইগার শ্রফ। একজন লিখেছেন, “একেবারে বাজে! আগের সিনেমারই কপি—আরও খারাপ সিজিআই আর সেই একই লোকেশন!” আরেকজন যুক্ত করেন, “এটা তো ঠিক আগের সিনেমার থেকে টোকা, শুধু চরিত্রের মুখগুলোই যা বদলে গিয়েছে। এবার হৃতিকই অন্যকে তাড়া করছেন! ভিএফএক্সও ভয়ংকর বাজে।
অনেকেই এখন একপ্রকার বিরক্তি নিয়ে বলছেন—ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ছবিগুলো যেন একই ছাঁচে তৈরি হচ্ছে! বারবার চোখে পড়ে সেই অতিরিক্ত অ্যাকশন, একই ধরনের গান, আর একই লোকেশন। একজন দর্শক টিজার দেখে সরাসরি লিখেছেন, “আবারও সেই ওভার-দ্য-টপ অ্যাকশন। কিয়ারাকে দেখা যাচ্ছে বিকিনিতে, ব্যাকগ্রাউন্ডে সৈকতের ধারে গান চলছে—সবই যেন পুরনো। আগেও এসব দেখেছি।”
আরেকজনের মন্তব্য ছিল একটু রসিকতার সুরে—“মধ্যেমেধার ট্রেলার! একদম ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ভারতীয় ভার্সন! সবুজ পর্দায় আজব ভিএফএক্স, সাধারণ মানের পোস্টার। কিছু অ্যাকশন সিন ভালো, কিন্তু ভিএফএক্স এতটাই বেশি যে মাথা ধরে যাচ্ছে!” টিজার দেখে মজার এক প্রতিক্রিয়া দিয়েছেন আরেকজন—“দেখেই মনে হল, যেন কোনো বাজে কোয়ালিটির ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন চলছে!”
বিশেষ করে জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবানিকে ঠিকভাবে ব্যবহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত। “এই সব বাজে সংলাপ কেমন করে লিখল ওরা? এনটিআর-এর জন্য আরও ‘গরম’ সংলাপ বানানো যেত! ওর পুরনো ব্লকবাস্টারগুলো দেখলেই বুঝত,”—লিখেছেন একজন। আরেকজন লেখেন, “কিয়ারাকে তো বলতে গেলে দেখতেই পাওয়া গেল না! মাত্র দুটো শট!”
‘ওয়ার ২’-এর পরিচালনায় রয়েছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি এর আগে দর্শকদের উপহার দিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’র মতো ভিজুয়ালি গ্র্যান্ড একটি ছবি। ২০১৯ সালে মুক্তি পাওয়া সুপারহিট ‘ওয়ার’-এরই সিক্যুয়েল এটি। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, যেখানে হৃতিক রোশন আর টাইগার শ্রফের অ্যাকশন-প্যাকড পারফরম্যান্স ছবিটিকে পৌঁছে দিয়েছিল ₹৪০০ কোটিরও বেশি আয় পর্যন্ত।
এবারের ‘ওয়ার ২’ কিন্তু শুধু একটি সিক্যুয়েল নয়, এটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স-এর ষষ্ঠ চ্যাপ্টার! এই স্পাই ইউনিভার্সে এর আগে এসেছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং ‘টাইগার ৩’-এর মতো ব্লকবাস্টার ছবি। এখন দেখার পালা, অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ওয়ার ২’ ঠিক কতটা তাক লাগায়! ছবিটি মুক্তি পাবে ১৪ আগস্ট, ২০২৫, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |