Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...

ধোনি, রিচা! সেনা ও...

ভারতের ক্রীড়া ইতিহাসে বিশেষ করে ক্রিকেটের ময়দানে বহু তারকা নিজেদের প্রতিভা ও নিষ্ঠা...

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...
Homeপড়াশোনা খবরস্কলারশিপWB Govt Scholarship 2025: একসঙ্গে কটা সরকারি স্কলারশিপ টাকা পাবে?

WB Govt Scholarship 2025: একসঙ্গে কটা সরকারি স্কলারশিপ টাকা পাবে?

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

WB Govt Scholarship 2025: বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের অনেক স্কলারশিপ প্রোগ্রাম চলছে এবং আরও অনেক স্কলারশিপ খুব শিগগিরই শুরু হতে চলেছে। অনেক ছাত্র-ছাত্রীদের মধ্যে সবচেয়ে সাধারণ প্রশ্ন হল—একজন পড়ুয়া একসঙ্গে কতগুলো সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারে বা একই সঙ্গে কতগুলো স্কলারশিপ সুবিধা নিতে পারবে? আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তারিত উত্তর এবং আপডেট নিয়ে আলোচনা করব, যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন এবং সুবিধাগুলো সঠিকভাবে নিতে পারেন।

একসঙ্গে কটা স্কলারশিপ আবেদন করা যাবে? (WB Govt Scholarship 2025)

হ্যাঁ, আপনি একসঙ্গে একাধিক সরকারি স্কলারশিপে আবেদন করতে পারেন, যদি আপনি প্রতিটি স্কিমের যোগ্যতা পূরণ করেন। যেমন, আপনি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM), নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) এর জন্য আবেদন করতে চান, তবে প্রতিটি স্কিমের নির্দিষ্ট যোগ্যতা, আবেদনের পদ্ধতি এবং শর্তাবলী অনুসরণ করতে হবে। যদি আপনি প্রতিটি স্কিমের জন্য আলাদাভাবে আবেদন করেন এবং তাদের শর্তাবলী পূরণ করেন, তাহলে একাধিক স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে, নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে: আপনি যদি একই কোর্সের জন্য অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা পেয়ে থাকেন, তাহলে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। অর্থাৎ, যদি আপনি SVMCM বা অন্য কোনো সরকারি স্কলারশিপের আওতায় থাকেন, তাহলে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। তবে, যদি আপনি বিভিন্ন কোর্সে পড়াশোনা করেন, তাহলে একাধিক স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।

স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ

নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের পূর্ববর্তী ক্লাসের পরীক্ষার প্রাপ্ত নম্বর ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশের মধ্যে হতে হবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM) আবেদনের জন্য পড়ুয়াদের নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তাই এই দুটি স্কলারশিপে ছাত্র ছাত্রীরা কখনোই একসঙ্গে আবেদন করতে পারবে না।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ওয়েসিস স্কলারশিপ (OASIS) একই সঙ্গে আবেদন করা সরকারিভাবে নিষিদ্ধ। আগের সময়ে অনেক পড়ুয়া একসঙ্গে এই দুই স্কলারশিপের সুবিধা নিয়েছিলো, কিন্তু এখন থেকে যদি কেউ একসঙ্গে আবেদন করে, তাহলে তাদের আবেদনপত্র বাতিল বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা ছাত্রছাত্রীদের একাধিক স্কলারশিপের আবেদন গ্রহণ করে, আবার কিছু প্রতিষ্ঠান আছে যারা একাধিক সরকারি স্কলারশিপের আবেদন মঞ্জুর করে না। তাই, আবেদন করার আগে অবশ্যই আপনার স্কুল বা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা খুবই জরুরি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এবং আপনি সঠিকভাবে সুবিধাগুলো পেতে পারেন।

WB D.El.Ed Admission 2025

ওয়েসিস এবং নবান্ন স্কলারশিপ

ছাত্র-ছাত্রী একই সঙ্গে ওয়েসিস এবং নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং একসাথে এই দুই স্কলারশিপের সুবিধাও নিতে পারবে। ছাত্র-ছাত্রী অবশ্যই ষাট শতাংশের কম নম্বর থাকতে হবে! নবান্ন স্কলারশিপ যে আবেদন করলেই পাওয়া যাবে তার কোন নিশ্চয়তা নেই, তাই SC/ST/OBC ছাত্রছাত্রীরা ওয়েসিস স্কলার্শিপ এ অবশ্যই আবেদন করবে।

স্বামী বিবেকানন্দ এবং ন্যাশনাল স্কলারশিপ

যেসব ছাত্র বা ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, তারা ন্যাশনাল স্কলারশিপের সুবিধা একসাথে নিতে পারবে না। অর্থাৎ, একই সময়ে এই দুই স্কলারশিপের সুবিধা গ্রহণ সম্ভব নয়। তাই যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় থাকবেন, তাদের ন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদন করার আগে এই বিষয়টি মাথায় রাখতে হবে।

ওয়েসিস এবং ঐকশ্রী স্কলারশিপ

ঐকশ্রী স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। তাই যারা ঐকশ্রী স্কলারশিপের সুবিধা পাবেন, তারা OBC-A বা OBC-B ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলেও একসাথে ওয়েসিস স্কলারশিপের সুবিধা নিতে পারবেন না।

স্কুল বা কলেজ যদি একাধিক স্কলারশিপ নিতে দেয়? সমস্যা হবে?

যদি কোন ছাত্র বা ছাত্রী একাধিক সরকারি স্কলারশিপের জন্য একসঙ্গে আবেদন করে, তবে উচ্চশিক্ষা দপ্তর তাদের আবেদন বাতিল বা ফ্রিজ করে দিতে পারে। তাই এই ধরনের বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় খুব সতর্ক হওয়া জরুরি।

একই সঙ্গে কিছু স্কলারশিপ আছে যা পরীক্ষার মাধ্যমে অর্জন করতে হয়, যেমন জগদীশচন্দ্র বসু স্কলারশিপ (JBNST)। এটি একধরনের আধা সরকারি বা সরকারি সহায়তায় প্রাপ্ত স্কলারশিপ, কিন্তু সম্পূর্ণ সরকারি প্রকল্প নয়। তাই এই ধরনের স্কলারশিপ পাওয়ার পরও অন্য সরকারি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না, এবং আপনি তা নিতে পারেন কোনো সমস্যাই ছাড়াই।

বিশেষ ক্ষেত্র: স্কলারশিপ আবেদনের পর প্রাথমিক ভেরিফিকেশনের কাজ স্কুল বা কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়। তাই অনেক সময় স্কুল বা কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীর আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে একাধিক স্কলারশিপে আবেদনের সুযোগ করে দেয়। প্রাথমিকভাবে ইনস্টিটিউট ভেরিফিকেশন হয়ে গেলে পরবর্তীকালে স্কলারশিপ পেতে খুব একটা সমস্যা হয় না।

সরকারের নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া একসঙ্গে দুটি সরকারের স্কলারশিপের সুবিধা নিতে পারবে না। কিন্তু পড়ুয়ারা সরকারি স্কলারশিপের সঙ্গে বেসরকারি স্কলারশিপের সুবিধা নিতে পারে, সেক্ষেত্রে পড়ুয়াদের কোন প্রকার অসুবিধা হবে না।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -