WB Primary Teacher Recruitment: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এবার সত্যিই দারুণ সুখবর এসেছে। এস.এল.এস.টি (SLST) পরীক্ষা শেষ হওয়ার মাত্র একদিন পরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২,৩০৮টি শূন্য পদে নিয়োগ করা হবে। বিশেষ করে রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য এই নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি আবশ্যিকভাবে থাকতে হবে RCI (রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়া) অনুমোদিত স্পেশাল এডুকেশনে D.Ed. (ডিপ্লোমা ইন এডুকেশন) ডিগ্রি। তবে মনে রাখতে হবে, সাধারণ D.Ed. ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। এর সঙ্গে প্রার্থীদের অবশ্যই TET (Teacher Eligibility Test) উত্তীর্ণ হতে হবে। যারা ইতিমধ্যেই TET পাস করেছেন, তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আলাদা করে তাদের জন্য TET পরীক্ষার তারিখ ঘোষণা করবে।
আবেদনের ফি:
ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, আর জেনারেল প্রার্থীদের দিতে হবে ৬০০ টাকা। তবে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না—এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও আবেদনের সঠিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে খুব শিগগিরই আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।


