WB Ration Card Correction Online: আপনার রেশন কার্ডে কি নিজের নামের বানান ভুল, নাকি বাবা, স্বামী বা মায়ের নামের ভুল রয়েছে? কিংবা জন্মতারিখ বা ঠিকানায় কোনো গরমিল? চিন্তার কিছু নেই! এখন আর অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই—বাড়িতে বসেই কয়েক মিনিটে অনলাইনে ঠিক করে নিতে পারবেন এই সমস্ত ভুল, তাও একেবারে বিনামূল্যে।
তাহলে দেখে নিন, কিভাবে রেশন কার্ডের নাম, ঠিকানা, অভিভাবকের নাম, লিঙ্গ বা জন্ম তারিখ ইত্যাদি সংশোধন করবেন। এরজন্য কোনো নথি কোথাও পাঠাতে বা জমা করতে হবে না। বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়েই আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ডের যাবতীয় ভুল সংশোধন করে নিতে পারবেন।
রেশন কার্ড অনলাইনে সংশোধন (Ration Card Online Correction West Bengal) সম্পূর্ণ করার পর আপনি খুব সহজেই অনলাইন থেকে সঠিক ও আপডেটেড রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই e-Ration Card ঠিক সাধারণ রেশন কার্ডের মতোই বৈধ, যা আপনি যেকোনো জায়গায় এবং যেকোনো কাজে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
রেশন কার্ড অনলাইন সংশোধন পদ্ধতি – Ration Card Online Correction West Bengal
রেশন কার্ডের ভুল অনলাইনে সংশোধন করা বা e-Ration Card ডাউনলোড করা আসলে অনেক সহজ কাজ। প্রথমে আপনাকে Ration Card-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে (নীচের লিঙ্ক থেকেও সরাসরি যেতে পারবেন)। হোমপেজে গিয়ে Self Service of Ration Card অপশনটিতে ক্লিক করুন, এরপর Rectify / Update Ration Card সিলেক্ট করুন। এবার যার রেশন কার্ড সংশোধন করতে চান, তার রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করুন। কোন কোন তথ্য (যেমন নাম, জন্মতারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম বা ঠিকানা) ঠিক করতে চান, তা টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করুন। তারপর Aadhaar Authenticate বক্সে টিক দিয়ে Send OTP চাপুন। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে OTP আসবে—সেটি দিয়ে Verify করুন, প্রয়োজনীয় তথ্য সংশোধন করে Submit দিন। কয়েক মুহূর্তেই আপনার রেশন কার্ড সংশোধন সম্পূর্ণ হবে।
আর e-Ration Card ডাউনলোড করতে হলে আবারও অফিসিয়াল পোর্টালে গিয়ে হোমপেজের নিচে থাকা E-RATION CARD অপশনটিতে ক্লিক করুন। এরপর Click to download e-Ration Card-এ চাপুন, রেশন কার্ড নম্বর ও ক্যাপচা দিয়ে সার্চ করুন। পরিবারের সদস্যদের নাম আসবে, সেখান থেকে Send OTP ক্লিক করুন। মোবাইলে আসা OTP দিয়ে Download-এ ক্লিক করলেই নতুন e-Ration Card আপনার হাতে চলে আসবে, যা যেকোনো জায়গায় ব্যবহারযোগ্য।
Ration Card Website Link:- Click
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |