পশ্চিমবঙ্গ রাজ্যে আয়োজিত হতে চলেছে ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট বা WB SET 2025, যা উচ্চশিক্ষা শেষে কলেজে অধ্যাপক বা অন্যান্য শিক্ষাক্ষেত্রের পদের স্বপ্ন দেখা চাকরিপ্রার্থীদের জন্য এক দারুণ সুযোগ। রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে আগেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল, আর এখন অফিসিয়ালভাবে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। ১ আগস্ট ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। যারা কলেজ সার্ভিসে যোগ দিতে চান, তাঁদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনি WB SET 2025 সংক্রান্ত সমস্ত তথ্য একসাথে বিস্তারিতভাবে জানতে পারবেন।
- আবেদন মূল্য- চাকরিপ্রার্থীদের আবেদন পত্র পূরণ করে জমা করার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ১৪০০ টাকা আবেদন মূল্য হিসেবে জমা করতে হবে।
WB SET 2025 Exam Date
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের তরফে কিছুদিন আগেই পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়। যেখানে চলতি বছরের ১৪ ডিসেম্বর, রবিবার সকাল ১০ টা থেকে কলেজ সার্ভিস কমিশনের এই পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে। ঐদিন সকাল ১০ টা থেকে বেলা ২টো পর্যন্ত পরীক্ষাটি চলবে। ঐদিন চাকরি প্রার্থীদের পরীক্ষার এডমিট কার্ড এবং প্রয়োজনীয় সামগ্রী সহ পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যেতে হবে।
WB SET 2025 আবেদন পদ্ধতি
এক আগস্ট ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ SET পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আর যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক, তাদের ৩১ আগস্ট রাত ১২টার মধ্যে অবশ্যই আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদন সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। যারা ফর্ম পূরণ করতে গিয়ে কোনো ভুল করেছেন, তাদের জন্য সুখবর—৯ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে ফর্ম সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে, মাথায় রাখতে হবে যে ৩১ আগস্টের পরে নতুন করে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
WB SET 2025 পরীক্ষায় কারা আবেদন জানাতে পারবেন?
পশ্চিমবঙ্গ রাজ্যের SET পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা অবশ্যই মানতে হবে। প্রথমত, প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম ৫৫% নম্বর পেতে হবে (SC/ST/OBC/PH প্রার্থীদের জন্য ছাড় থাকতে পারে)। এছাড়া, আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপরে হতে হবে, তবে আনন্দের খবর হলো—এই পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ, ১৮ পেরিয়ে গেলেই যে কেউ আবেদন করতে পারেন, বয়স কোনো বাধা নয়
সব খবর
নিয়োগ পদ্ধতি ও সিলেবাস
WB SET 2025-এর ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের লিখিতভাবে দুটি OMR ভিত্তিক পরীক্ষা দিতে হবে, যার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই দুটি পরীক্ষা একই দিনে দুই সেশনে নেওয়া হবে—প্রথম সেশনে Paper-I এবং দ্বিতীয় সেশনে Paper-II। সমস্ত বিষয়ের ক্ষেত্রেই প্রার্থীদের এই দুইটি পেপারে অংশ নেওয়া বাধ্যতামূলক। Paper-I মূলত শিক্ষাদানের দক্ষতা, গবেষণামূলক মনোভাব, যুক্তিবোধ, ও সামগ্রিক জেনারেল অ্যাবিলিটি যাচাইয়ের জন্য হয়, যেখানে Paper-II নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন থাকে। সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য WB SET-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে, তাই প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে—পরীক্ষার প্রস্তুতির আগে অবশ্যই সিলেবাস ভালোভাবে দেখে নেওয়া জরুরি।


