WBBSE Madhyamik Routine 2026: মাধ্যমিক রুটিন 2026 ডাউনলোড করুন, পরীক্ষার নিয়ম ও সিলেবাস দেখে নিন

WBBSE Madhyamik Routine 2026: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ইতিমধ্যেই মাধ্যমিক রুটিন ২০২৬ প্রকাশ করেছে। প্রতি বছরের মতোই এবছরও লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেবে। তাই সময়মতো রুটিন জেনে প্রস্তুতি শুরু করা খুবই জরুরি।

এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন:

📅 মাধ্যমিক রুটিন ২০২৬ (Madhyamik Routine 2026)
🕘 প্রতিদিন কোন বিষয়ের পরীক্ষা কবে হবে – সময়সূচিসহ
📌 পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা
🧠 স্মার্টভাবে প্রস্তুতির জন্য কিছু দরকারি টিপস
📥 রুটিন ডাউনলোড করার সরাসরি লিঙ্ক

মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ২০২৬ (WBBSE Madhyamik Routine 2026)

পরীক্ষার সময়কাল: ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত
পরীক্ষার সময়: সকাল ১০:৪৫ – দুপুর ২:০০ (প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য)
তারিখ দিন বিষয়:

তারিখদিনবিষয়
২ ফেব্রুয়ারিসোমবারপ্রথম ভাষা
৩ ফেব্রুয়ারিমঙ্গলবারদ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারিশুক্রবারইতিহাস
৭ ফেব্রুয়ারিশনিবারভূগোল
৯ ফেব্রুয়ারিসোমবারগণিত
১০ ফেব্রুয়ারিমঙ্গলবারভৌতবিজ্ঞান
১১ ফেব্রুয়ারিবুধবারজীববিজ্ঞান
১২ ফেব্রুয়ারিবৃহস্পতিবারঐচ্ছিক বিষয়
WBBSE Madhyamik Routine 2026

গুরুত্বপূর্ণ নির্দেশনা (WBBSE Guidelines)

মাধ্যমিক পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যেন কোনও রকম দুশ্চিন্তা না থাকে, তার জন্য নিচের গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলো ভালোভাবে মনে রাখা দরকার:

🕘 পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে – যেন আপনি আরাম করে বসে নিতে পারেন এবং সময়মতো প্রশ্নপত্র পান।

📄 প্রথম ১৫ মিনিট থাকবে শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য – এই সময়টাতে আপনাকে উত্তর লেখা যাবে না, শুধু পড়েই বুঝে নিতে হবে কোন প্রশ্ন কোথায়, কীভাবে লিখবেন।

🎫 অ্যাডমিট কার্ড ছাড়া কেউই পরীক্ষায় বসতে পারবে না – তাই আগের দিনই অ্যাডমিট কার্ড, পেন-পেন্সিল এগুলো গুছিয়ে রাখুন।

📵 মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর কেন্দ্রের ভিতরে সম্পূর্ণ নিষিদ্ধ – এগুলো বহন করলে পরীক্ষা বাতিলও হতে পারে, তাই সাবধান!

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়ের ব্যবস্থা থাকবে – যেন তারা নিশ্চিন্তে এবং স্বচ্ছন্দে পরীক্ষা দিতে পারে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -