আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

ভোটের আগেই WBSSC Group C ও Group D পরীক্ষা? সম্ভাব্য তারিখ জানুন এক ঝলকে

WBSSC Group C ও Group D পরীক্ষা

JKNews24 Disk: দীর্ঘদিনের টানাপোড়েন, অনিশ্চয়তা আর প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ প্রক্রিয়ায় ফের গতি আসছে বলেই ইঙ্গিত মিলছে। সূত্রের খবর অনুযায়ী, West Bengal School Service Commission (WBSSC) আগামী ২০২৬ সালের মার্চ মাসের প্রথম দিকেই এই দুই পদের লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। ফলে যাঁরা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। তাহলে ঠিক কবে হতে পারে WBSSC Group C ও Group D পরীক্ষা? সেই সব গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই আজকের এই প্রতিবেদন।

WBSSC Group C D Exam Date 2026

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে, Group C পদের লিখিত পরীক্ষা হতে পারে ১ মার্চ ২০২৬, রবিবার এবং Group D পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ৮ মার্চ ২০২৬, রবিবার। প্রথমে Group D পরীক্ষার জন্য ১৫ মার্চ তারিখটি ভাবা হলেও, প্রশাসনিক নানা কারণে সেই সূচি এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। মূলত আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত—কারণ নির্বাচনের সময় স্কুল ও কলেজগুলি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, ফলে পরীক্ষাকেন্দ্র নিয়ে জটিলতা তৈরি হতে পারে। সেই আশঙ্কা এড়াতেই WBSSC চাইছে, নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই গ্রুপ-সি ও গ্রুপ-ডি’র লিখিত পরীক্ষা সম্পন্ন করতে।

এই নিয়োগ পরীক্ষাকে ঘিরে আগ্রহ যে কতটা প্রবল, তার প্রমাণ মিলছে আবেদনকারীর সংখ্যাতেই। মোট আবেদন পড়েছে প্রায় ১৬ লক্ষ। এর মধ্যে Group C পদের জন্য আবেদন করেছেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী, এবং Group D পদের জন্য আবেদন সংখ্যা প্রায় ৮.২ লক্ষ। ২০১৬ সালে আগের নিয়োগ প্যানেল বাতিল হওয়ার পর থেকেই এই প্রক্রিয়া কার্যত থমকে ছিল। বহু মামলা, প্রশাসনিক জটিলতা ও নীতিগত সিদ্ধান্তের কারণে বছরের পর বছর ধরে নিয়োগ আটকে থাকে। সেই দীর্ঘ অচলাবস্থার পর এবার নতুন করে লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

যদিও সম্ভাব্য তারিখ নিয়ে প্রস্তুতি চলছে, তবু এখনও পর্যন্ত পরীক্ষার চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। কমিশনের অনুমোদন ও প্রশাসনিক সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। ফলে পরীক্ষার্থীদের নিয়মিতভাবে অফিসিয়াল আপডেট নজরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now