WBCAP Merit List 2025: অপেক্ষার অবসান ঘটলো অবশেষে! আজ, ২২ আগস্ট প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মেরিট লিস্ট বা...
WBSSC SLST 2025: গতকাল, অর্থাৎ ১৬ জুন ২০২৫ তারিখে বিকেল ৫টা থেকে SLST-এর ফর্ম ফিলাপ শুরু হওয়ার কথা ছিল। তবে আমরা দেখেছি, পোর্টালটি আসলে রাতের দিকে খুলেছে। এর সাথেই ফর্ম ফিলাপের সম্পূর্ণ নিয়ম-কানুন এবং প্রক্রিয়াও প্রকাশ করা হয়েছে। তাতে স্পষ্টভাবে জানানো হয়েছে, কীভাবে ফর্ম ফিলাপ করতে হবে, কারা করতে পারবেন, এবং কী কী তথ্য রাখতে হবে। বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, এমনকি অভিজ্ঞতার ভিত্তিতে কারা নম্বর পাবেন—সব কিছুই বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা করা হয়েছে।
যাঁরা সরকারি, সরকার-পোষিত বা সরকার স্পন্সরড স্কুলে (মাধ্যমিক স্তরে) পড়ানোর অভিজ্ঞতা রাখেন, তাঁরা এই অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পাবেন।
এই নম্বর পেতে হলে আপনাকে কয়েকটি তথ্য দিতে হবে—যেমন: প্রাথমিকভাবে কবে যোগদান করেছেন, কোন স্কুলে কাজ করেছেন, সেই স্কুলের DISE কোড এবং আপনার Teacher ID।
অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ ১০ নম্বর পর্যন্ত পাওয়া যাবে। প্রতি বছর অভিজ্ঞতার জন্য ২ নম্বর করে ধরা হবে। অর্থাৎ যদি আপনার ৫ বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে পুরো ১০ নম্বরই আপনি পেয়ে যাবেন।
লিখিত পরীক্ষা হবে মোট ৬০ নম্বরের, যেখানে প্রশ্নগুলো থাকবে MCQ টাইপের (বহুনির্বাচনী)। এই পরীক্ষা নেওয়া হবে OMR মোডে।
একটা ভালো খবর হচ্ছে—এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে না। তাই আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারেন।
পরীক্ষার দিন অবশ্যই Black Ball Point পেন সঙ্গে আনবেন, কারণ OMR শিট পূরণ করার সময় সেটাই ব্যবহার করতে হবে।
ফর্ম ফিলাপের আগে কী কী করণীয়?
নাম
জন্মতারিখ
বাবা / মায়ের নাম
কোন পদে আবেদন করবেন ?
কোন মিডিয়ামে অ্যাপ্লাই করবেন ?
শিক্ষাগত যোগ্যতা – অনার্স / পাস / অনার্স + পাস
B.Ed এর তথ্য
ক্যাটাগরি
ধর্ম
ঠিকানা
পাসপোর্ট সাইজ ছবি সই সহ ( 30kb – 60 kb)
আগের পরীক্ষার রোল নম্বর
কর্মক্ষেত্রে যোগদানের তারিখ
Read more at: https://blog.bssei.in/slst-form-fillup-guide/
আবেদন পদ্ধতি
Step 1: প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। Step 2: সেখানে গিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। Step 3: এরপর রেজিস্ট্রেশনের তথ্য দিয়ে লগ-ইন করুন। Step 4: এবার আপনার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। Step 5: ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে – একটি OTP বা লিঙ্কের মাধ্যমে। Step 6: এরপর মোবাইল নম্বরও ভেরিফিকেশন করতে হবে। Step 7: আপনার ব্যক্তিগত তথ্যগুলো (Personal Info) সঠিকভাবে দিন। Step 8: এবার আপনার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য লিখুন। Step 9: আপনি কোন পদের জন্য আবেদন করছেন এবং থাকলে অভিজ্ঞতার তথ্য দিন। Step 10: এবার আবেদন ফি জমা করুন নির্ধারিত পদ্ধতিতে। Step 11: সবশেষে আপনার পূরণ করা আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন ভবিষ্যতের জন্য।