বাংলাজুড়ে এখন শীতের ছোঁয়া! সকাল-সন্ধ্যা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। গায়ের চামড়ায় টান, পাতলা জামা আর টিকছে না। উত্তর ও দক্ষিণ—দু’দিকেই ধীরে ধীরে নামছে তাপমাত্রা (Weather Today West Bengal)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বাংলায় বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশে মেঘের আনাগোনা থাকলেও রাজ্যজুড়ে আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে।
কেমন থাকবে বাংলার আবহাওয়া? (Weather Today West Bengal)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিনে ন্যূনতম তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন হবে না। তবে এরপর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পারদ ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে গিয়ে প্রায় ১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Today West Bengal)।
আজ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় থাকবে শুষ্ক ও পরিষ্কার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপ ও সাগরদ্বীপ সংলগ্ন অঞ্চলেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলের নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। যদিও এর প্রভাবে সমুদ্র এখনও উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের পর পরিস্থিতি স্বাভাবিক হলে ফের মাছ ধরার নৌকাগুলি সমুদ্রে যেতে পারবেন বলে জানা গেছে।
সব খবর
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে (Weather Today West Bengal)। আপাতত মেঘমুক্ত আকাশ থেকে উত্তরবঙ্গের। স্বাভাবিকের থেকে বেশি ঠাণ্ডা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। আপাতত আগামী কয়েকদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, সব জায়গার আবহাওয়া শুষ্কই থাকবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


