West Bengal 8th Pass Job 2025: ররাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এবার এক দারুণ সুখবর! পশ্চিমবঙ্গের তদন্ত সংস্থা, অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)–এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে সবচেয়ে বড় বিষয় হল—মাত্র অষ্টম শ্রেণি পাশ থাকলেই আবেদন করা যাবে! সঙ্গে যদি আপনি বাংলায় পড়তে, লিখতে ও বলতে পারেন, তাহলে আপনি এই পদের জন্য পুরোপুরি যোগ্য। যারা কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে এক সুবর্ণ সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID) এর তরফ থেকে কোন পদে নিয়োগ করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।
পদের নামঃ– ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ড্রাইভার (CID WB) পদে নিয়োগ করা হচ্ছে।
বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, কমপক্ষে 21 বছর ও সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে 30/06/2025 তারিখের নিরিখে।
বেতনঃ– ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। এখানে মাসিক বেতন রয়েছে 16 হাজার টাকা করে প্রতি মাসে।
West Bengal 8th Pass Job 2025
যোগ্যতাঃ–
পশ্চিমবঙ্গের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (CID) ড্রাইভার পদে আবেদন করতে চাইলে খুব বেশি যোগ্যতার দরকার নেই, তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। সর্বপ্রথমে আবেদনকারীর অষ্টম শ্রেণি পাশ হওয়া বাধ্যতামূলক। এর সঙ্গে বাংলায় পড়তে ও লিখতে পারার দক্ষতা থাকাও জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আপনার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যা কমপক্ষে তিন বছরের পুরনো। সেইসঙ্গে আপনার ড্রাইভিংয়ের বাস্তব অভিজ্ঞতাও অন্তত তিন বছরের থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ–
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (CID) চাকরির জন্য শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটা পুরোপুরি অফলাইন, তাই যাঁরা আগ্রহী, তাঁদের একটি A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্র লিখতে হবে—হাতে লেখা বা কম্পিউটারে টাইপ করে, যেটা আপনার জন্য সুবিধাজনক। আবেদনপত্রটি অবশ্যই সম্বোধন করতে হবে পশ্চিমবঙ্গ CID-এর অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (Additional Director General of Police, CID, WB)-এর নামে। আর হ্যাঁ, ভুলেও যেন মোবাইল নম্বর ও ইমেইল আইডি বাদ না পড়ে! কারণ ভবিষ্যতে যোগাযোগের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আবেদন পত্র জমা করার ঠিকানাঃ–
আবেদনপত্রটি নিম্নলিখিত স্ব-স্বাক্ষরিত (self-attested) নথিপত্রের সাথে M.T. Section, CID WB, Bhabani Bhaban, Kolkata-700027 – এই ঠিকানার Drop Box-এ জমা দিতে হবে।
এই পদের জন্য আবেদন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র অবশ্যই প্রস্তুত রাখতে হবে। নিচে তালিকা অনুযায়ী দেখে নিন, কী কী ডকুমেন্ট লাগবে—
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট – অন্তত অষ্টম শ্রেণি পাশের প্রমাণ দিতে হবে।
- জন্ম সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র – বয়স যাচাইয়ের জন্য এটি বাধ্যতামূলক।
- বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি – যেটা কমপক্ষে তিন বছরের পুরনো হতে হবে।
- বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র – যেমন ভোটার আইডি, আধার কার্ড বা রেশন কার্ড।
- ড্রাইভিং অভিজ্ঞতা সম্পর্কিত সার্টিফিকেট – তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এই সার্টিফিকেট দিতে হবে।
- মোটর মেরামত সংক্রান্ত অতিরিক্ত কোর্স বা প্রশিক্ষণের সার্টিফিকেট – এটা সম্পূর্ণ ঐচ্ছিক, তবে থাকলে অতিরিক্ত পয়েন্ট হিসেবে কাজ করতে পারে।
আবেদনের শেষ তারিখঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উক্ত পদে 24/07/2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
◉ West Bengal CID Driver Recruitment Notification 2025: | Apply For → |
Website Link:- | Click |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |