Wednesday, September 3, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

Post Office RD Scheme...

Post Office RD Scheme 2025: অনেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় আর নিরাপদ বিনিয়োগের খোঁজে...

Shramashree Prakalpa: শ্রমশ্রী অ্যাপ...

Shramashree Prakalpa: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করলেন এক নতুন প্রকল্প—শ্রমশ্রী...

টিম ইন্ডিয়ার বড় দায়িত্বে...

BCCI Proposal To MS Dhoni: ভারতীয় ক্রিকেট দলে আবারও বড় দায়িত্বে ফিরতে পারেন...

LIC HFL Recruitment 2025...

LIC HFL Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অর্থাৎ LIC HFL...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

Most Popular

- Advertisement -
Homeপড়াশোনা খবরশিক্ষাB.Ed Admission 2025-27 West Bengal: আবেদন করার নিয়ম, যোগ্যতা ও শেষ তারিখ

B.Ed Admission 2025-27 West Bengal: আবেদন করার নিয়ম, যোগ্যতা ও শেষ তারিখ

2025-27 শিক্ষাবর্ষে B.Ed কোর্সের ফর্ম ফিলাপ প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে গেছে। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি (BASEU) ইতিমধ্যেই অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, কখন মেরিট লিস্ট বেরোবে এবং ভর্তি প্রক্রিয়া কোন ধাপে সম্পন্ন হবে। যারা B.Ed এ ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আজকের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে কিভাবে B.Ed Admission Form Fill Up করবেন, কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে, আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার এবং আবেদন করার শেষ তারিখ পর্যন্ত সব তথ্য।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

B.Ed. Admission 2025-27 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা বাংলা কিংবা ইংরেজি মিডিয়ামে এই কোর্স সম্পন্ন করতে পারবেন, Baba Saheb Ambedkar Education University (BSAEU)-র নিজস্ব ক্যাম্পাস (David Hare Campus) থেকে অর্থাৎ সরকারি কলেজ থেকে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা (Affiliated) Private / Self-Financed B.Ed College থেকেও B.Ed 2025-27 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন জানাতে পারবেন।

West Bengal B.Ed 2025-27 সেশনে ভর্তি হতে চাইলে প্রার্থীদের অবশ্যই স্নাতক বা তার সমতুল্য পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা (SC/ST/PWD) 5% নাম্বারের ছাড় পাবেন। BASEU বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, যারা বর্তমানে স্নাতক বা সমতুল্য কোর্সে পড়াশোনা করছেন, তারা এই শিক্ষাবর্ষে B.Ed ভর্তি হতে পারবেন না। আবেদন করার জন্য অবশ্যই স্নাতক বা সমতুল্য কোর্স সম্পন্ন থাকতে হবে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

এছাড়া, আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—GEN/OBC-A & OBC-B প্রার্থীদের জন্য 600 টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের জন্য 350 টাকা। এই ফি অনলাইন মোডে জমা দিতে হবে। তবে মনে রাখবেন, এই ফি শুধুমাত্র বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য, সরকারি কলেজে ভর্তি আবেদন একেবারেই ফ্রি।

West Bengal B.Ed 2025-27 Season Admission, Last Date & Merit List Date

Screenshot 2025 09 02 11 58 03 01 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
B. Ed admission 2025-27 west bengal: আবেদন করার নিয়ম, যোগ্যতা ও শেষ তারিখ 2

West Bengal B.Ed 2025-27 Online Apply Process

  • প্রথমে আপনাকে BASEU-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন।
  • সেখানে Admission ট্যাবে ক্লিক করে Admission in B.Ed. Programme অপশনটি বেছে নিন।
  • এরপর Application Form এ ক্লিক করুন।
  • এখন দু’টি আলাদা লিংক দেখতে পাবেন—সরকারি কলেজে ভর্তি হতে চাইলে David Hare Campus-এ ক্লিক করুন আর বেসরকারি কলেজে ভর্তি হতে চাইলে Self-Financed College-এ ক্লিক করুন।
  • আবেদন দুই ধাপে করতে হবে—প্রথমে Academic Details (Step-1) এবং তারপর Personal Details (Step-2) পূরণ করতে হবে। এসময় অবশ্যই আপনার APAAR Id বা ABC Id লাগবে।
  • এরপর পাসপোর্ট সাইজের কালার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে (ফাইল সাইজ 50KB–110KB এর মধ্যে)।
  • সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন সাবমিট করুন। সাবমিট করার সাথে সাথে আপনি একটি Application ID এবং Password পেয়ে যাবেন।
  • এবার Pay Now-এ ক্লিক করে Application ID, রেজিস্টার্ড মোবাইল নম্বর ও Password দিয়ে লগইন করুন এবং আবেদন ফি অনলাইনে জমা দিন।
  • পেমেন্ট সম্পন্ন হলে আপনার কাছে একটি Application Receipt চলে আসবে।
  • এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময় অনুযায়ী বিষয়ভিত্তিক মেধা তালিকা ও কলেজভিত্তিক আসন সংখ্যা প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে।
  • সবশেষে, ক্লাস শুরু হবে 30 অক্টোবর 2025 থেকে।

B.Ed Admission 2025 West Bengal Last Date: 12/09/2025

West Bengal B.Ed 2025-27 Admission Online Apply Link:- Apply Now

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন