West Bengal Driving Licence Online Apply 2025: আপনি কি জানেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ট্রাফিক পুলিশ আপনার উপর ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে! কিন্তু হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে খরচ ১০০০ টাকারও কম। সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হল, এখন আর RTO অফিসে যেতে হবে না—বাড়ির কমফোর্টে বসেই Learner Licence-এর পরীক্ষা দিতে পারবেন
তাহলে দেখে নিন আজকের প্রতিবেদনে, কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ড্রাইভিং লাইসেন্স এর জন্য অনলাইন আবেদন করবেন। ড্রাইভিং লাইসেন্স পেতে ড্রাইভারকে প্রথমত লার্নার লাইসেন্স এর জন্য অনলাইন আবেদন করতে হবে। এরপর লার্নার লাইসেন্স পাওয়ার ৩০ দিন পর ড্রাইভিং লাইসেন্স এর জন্য অনলাইন আবেদন জানাতে হবে।
West Bengal Driving Licence Online Apply 2025 / LL Licence Online Apply West Bengal 2025
ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স অনলাইনে নেওয়া এখন অনেক সহজ। প্রথমে parivahan.gov.in অফিসিয়াল পোর্টালে যেতে হবে (নীচের লিঙ্ক থেকেও সরাসরি যেতে পারেন)। হোমপেজে গিয়ে Drivers / Learners License Registration এ ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার রাজ্যের নাম সিলেক্ট করলে ড্রাইভিং লাইসেন্স আবেদনের হোমপেজ খুলে যাবে।

লার্নার লাইসেন্সের জন্য প্রথমে Apply for Learner Licence এ ক্লিক করুন। লার্নার লাইসেন্স পাওয়ার ৩০ দিন পর Apply for Driving Licence এ ক্লিক করে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। Apply for Learner Licence-এ গিয়ে আধার কার্ড সিলেক্ট করে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
সব খবর
এরপর ২৪০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে—যা লার্নার লাইসেন্স ফি, সার্ভিস চার্জ ও পরীক্ষা ফি অন্তর্ভুক্ত। পেমেন্ট সম্পন্ন হলে LL Slot Book করতে হবে। নির্ধারিত তারিখে গিয়ে LL Test দিন, আর আপনার লার্নার লাইসেন্স সহজেই হাতে পাবেন।


