আগামী ১৪ই ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে ফাইনাল ভোটার লিস্ট (Final Voter List)। আপনার নাম সেই ফাইনাল ভোটার লিস্টে উঠেছে কিনা, তা এখন খুব সহজেই মাত্র ৩টি ধাপে চেক করা যাবে। আর ভালো খবর হলো, এর জন্য কোথাও যেতে হবে না—বাড়িতে বসেই মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে আপনি জানতে পারবেন ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা।
পশ্চিমবঙ্গে এখন চলছে ভোটার SIR-এর হিয়ারিং বা শুনানি পর্ব। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে প্রায় ১ কোটির কাছাকাছি ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। ফাইনাল ভোটার লিস্টে নাম নিশ্চিত করতে সংশ্লিষ্ট ভোটার নিজে শুনানিতে হাজির হতে পারেন, আর যদি তিনি বাড়িতে অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে পরিবারের কোনও অভিভাবকও তাঁর হয়ে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে পারবেন। শুনানিতে গিয়ে প্রয়োজনীয় ও সঠিক নথি জমা দিলেই ভোটারের নাম ফাইনাল ভোটার লিস্টে নিশ্চিতভাবে উঠে যাবে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সালে প্রকাশিত ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠেছে কিনা। আপনি খুব সহজেই মাত্র ৩টি ধাপে মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে আছে কিনা। নিচে ধাপে ধাপে সেই ৩টি পদ্ধতি তুলে ধরা হলো।
ফাইনাল ভোটার লিস্টে (Final Voter List) নাম উঠবে কিনা, চেক করুন – প্রথম ধাপ
ধাপ ১: সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনার সুবিধার জন্য নিচে সরাসরি ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে, যেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে পৌঁছাতে পারবেন।
ধাপ ২: ভোটার সার্ভিস পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে লগইন-এ ক্লিক করে আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বর এবং OTP ভেরিফাই করে লগইন করুন। আর যদি নতুন ব্যবহারকারী হন, তবে সাইন আপ-এ ক্লিক করে মোবাইল নম্বর, নাম এবং OTP ভেরিফাই করে নতুন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং লগইন করুন।
ধাপ ৩: এরপর হোমপেজে থাকা “Search Your Name In Voter List” লেখার উপর ক্লিক করুন।
ধাপ ৪: পরবর্তী পেজে রাজ্য (West Bengal) নির্বাচন করুন, ভোটারের ভোটার কার্ড নম্বর এবং ক্যাপচার কোড লিখে Search বাটনে ক্লিক করুন।
ধাপ ৫: এরপর দেখুন ভোটারের তথ্য প্রদর্শিত হচ্ছে কিনা। যেমন—ভোটারের নাম, অভিভাবকের নাম, ভোটার কার্ড নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর ইত্যাদি। যদি এই তথ্য দেখতে পান, তাহলে আপনার নাম ভোটার লিস্টে থাকার সম্ভাবনা রয়েছে। তবে ফাইনাল নিশ্চিতকরণের জন্য নিচের দুইটি ধাপও আগে জেনে নিন।
| Voter Service Portal | Website Link |
|---|---|
| Search Your Name In Voter List Click Now:- | Click Now |
| Search Your Name in Voter List | Click Now |
ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে কিনা, চেক করুন – দ্বিতীয় ধাপ
১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালের ডাইরেক্ট লিংকে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Services অপশনের মধ্যে Download Electoral Roll এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রাজ্য (State), Roll Type থেকে SIR Draft Roll 2026, এরপর জেলা, বিধানসভা ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করুন। এখন নিচে আপনার বর্তমান ভোট কেন্দ্রের নাম খুঁজে নিন বা সার্চ করুন ও পাশে থাকা বক্সে টিক মার্ক করে Download Selected PDF এ ক্লিক করে খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করে নিন।
৪) ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেলে, এখন দেখে নিন আপনার নাম খসড়া ভোটার লিস্টে রয়েছে কিনা। যদি নাম থাকে, এখন তৃতীয় ধাপ ও শেষ ধাপ চেক করুন।
| State | Download Electoral Roll 2026 | Link |
|---|---|---|
| West Bengal | SIR Draft Roll 2026 | Click Now |
ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে কিনা, চেক করুন – তৃতীয় ধাপ
আপনি খুব সহজেই খসড়া ভোটার লিস্টের অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার SIR হেয়ারিং নোটিশ চেক করতে পারেন। প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যান, তারপর হোমপেজের লগইন অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে লগইন করুন; নতুন হলে সাইন আপ করে মোবাইল নম্বর ও নাম দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং লগইন করুন। এরপর হোমপেজে থাকা “Submit Documents Against Notice Issued” লেখার উপর ক্লিক করুন, পরবর্তী পেজে ভোটারের ভোটার কার্ড নম্বর লিখে Send OTP-এ ক্লিক করুন, এবং ভোটার কার্ডে যুক্ত মোবাইলে আসা OTP দিয়ে Search করুন। যদি আপনার নামে কোনো SIR হেয়ারিং নোটিশ জারি হয়ে থাকে, তাহলে সেখানে হেয়ারিংয়ের তারিখ ও নোটিশের কারণ দেখতে পাবেন; আর যদি “No Notice Issue…” লেখা দেখা যায়, তবে কোনো নোটিশ জারি হয়নি।
| Service | State | Link |
|---|---|---|
| SIR Hearing Notice Name Check | West Bengal | Click Now |
শেষ কথা হলো, যদি আপনি প্রথম ধাপ অনুসরণ করে ভোটারের তথ্য দেখতে পান এবং দ্বিতীয় ধাপ অনুসরণ করে ভোটার লিস্টে আপনার নাম থাকে, আর তৃতীয় ধাপে কোনো SIR হেয়ারিং নোটিশ জারি না হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবেই আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে। তবে যদি প্রথম ও দ্বিতীয় ধাপের পরে তথ্য ঠিক থাকে কিন্তু তৃতীয় ধাপে SIR হেয়ারিং নোটিশ জারি হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট তারিখে BLO-এর সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত নথি নিয়ে হেয়ারিংয়ে উপস্থিত হয়ে নথি জমা দিলে আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হবে।







