West Bengal Nurse Job 2025: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB) এক বড়সড় সুখবর নিয়ে এসেছে নার্সিং পেশার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থীদের জন্য। সম্প্রতি তারা স্টাফ নার্স পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে মোট ৫,০১৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই West Bengal Nurse Job 2025-এর মাধ্যমে প্রচুর সংখ্যক প্রার্থীর সরকারি চাকরি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আবেদন করতে হবে এখানে শুধুমাত্র অনলাইনে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। স্টাফ নার্স পদে আবেদন ১৩ আগস্ট ২০২৫, সকাল ১০ টা থেকে ৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ২টা পর্যন্ত করা যাবে।
West Bengal Nurse Job 2025
Post | Gender | UR | SC | ST | OBC-A | OBC-B | UR (PWD) | SC (PWD) | EWS | Total |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Basic B.Sc. Nursing | Female | 431 | 883 | 283 | 421 | 125 | 74 | 10 | 103 | 2330 |
Post Basic B.Sc. | Female | 96 | 73 | 21 | 35 | 16 | 04 | 01 | 06 | 252 |
GNM | Female | 763 | 490 | 119 | 255 | 127 | 138 | 18 | 182 | 2092 |
GNM | Male | 85 | 145 | 46 | 20 | 14 | 12 | 02 | 20 | 344 |
West Bengal Nurse Job Recruitment 2025 Online Apply Link:- Apply Now
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |