Sunday, September 14, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

দক্ষিণবঙ্গে ফের ঝেঁপে ঝড়-বৃষ্টি!...

South Bengal Weather Update: ঘুরে গেল আবহাওয়ার খেলা, আর মহালয়া আসতে বাকি নেই...

PAN Card Online Reprint:...

PAN Card Online Reprint: ভারতের প্রতিটি নাগরিকের জন্য প্যান কার্ড (PAN Card) আজকাল...

Ration Card WB 2025:...

Ration Card WB 2025: পশ্চিমবঙ্গের মানুষের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য...

IPPB Recruitment 2025: ভারতীয়...

IPPB Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা পোস্ট অফিসে এবার কর্মী নিয়োগের সুবর্ণ...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

Most Popular

- Advertisement -
Homeপ্রকল্পসরকারি প্রকল্পRupashree Prakalpa: রূপশ্রী প্রকল্প ফর্ম ফিলাপ ও জমা দেওয়ার নিয়ম

Rupashree Prakalpa: রূপশ্রী প্রকল্প ফর্ম ফিলাপ ও জমা দেওয়ার নিয়ম

সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে সবচেয়ে বেশি জনকল্যাণমূলক সরকারি প্রকল্প, যার মধ্যে অন্যতম হলো রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa)। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের কন্যা সন্তানের বিয়ের সময়ে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা। তবে সাম্প্রতিক সময়ে এই প্রকল্পে আবেদন করার নিয়ম এবং প্রয়োজনীয় নথিপত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। তাই যাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাঁদের জন্য এখন জানা জরুরি—কীভাবে আবেদন করবেন, ফর্ম ফিলাপের সময় কী কী কাগজপত্র লাগবে এবং আবেদনের পর কীভাবে স্ট্যাটাস চেক করবেন। এই লেখায় আপনি সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

West Bengal Rupashree Prakalpa Scheme

এখনও বহু গ্রাম ও মফস্বল এলাকায় কন্যা সন্তানের বিয়ে অনেক গরিব ও প্রান্তিক পরিবারের জন্য এক বিশাল দায় বলে বিবেচিত হয়। মেয়ের বয়স ১৮ পেরোলেই কন্যাদায়গ্রস্থ বাবা-মায়েরা উদ্বিগ্ন হয়ে পড়েন তার বিয়ের খরচ নিয়ে। তবে পশ্চিমবঙ্গ সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু হওয়ার পর এই সমস্যার অনেকটাই পরিবর্তন এসেছে। বিশেষ করে ‘রূপশ্রী’ ও ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প আসার পর, কন্যা সন্তানদের সামাজিক মর্যাদা এবং পরিবারের আর্থিক দিকেও অনেকটা উন্নতি হয়েছে। এবারের রূপশ্রী প্রকল্পের আওতায়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মেয়ের বিয়ের জন্য এককালীন ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা অভিভাবকদের কাছে এক বড় সহায়ক ভরসা।

পশ্চিমবঙ্গ সরকার বরাবরই রাজ্যের নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের এমনই বিভিন্ন বিশেষ প্রকল্পের মধ্যে অন্যতম রূপশ্রী প্রকল্প। যেখানে বিবাহযোগ্যা অবিবাহিত মেয়েদের জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্প চালিয়ে দেওয়া হচ্ছে। অদূর ভবিষ্যতে আপনার মেয়ের বিবাহের পরিকল্পনা করে থাকলে, আজকের প্রতিবেদন থেকে জেনে নিন রূপশ্রী প্রকল্পের আবেদনের সঠিক নিয়ম।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

রূপশ্রী প্রকল্প নিয়ম

ভারতের নানা প্রান্তে মেয়েদের বিয়ে এখনো পর্যন্ত একটি সামাজিক দায়িত্বের পাশাপাশি অর্থনৈতিক বোঝা হিসেবেই দেখা হয়, বিশেষ করে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে। অনেক বাবা-মা কন্যার বিয়ে নিয়ে গভীর দুশ্চিন্তায় থাকেন, কারণ সমাজের পুরনো রীতিনীতি আজও পুরোপুরি বদলায়নি। এই বাস্তবতাকে মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে রূপশ্রী প্রকল্প, যার মূল লক্ষ্যই হল এই পরিবারগুলির পাশে দাঁড়ানো। ১৮ বছরের বেশি বয়স হলেই, রাজ্যের যেকোনো মেয়ের বিয়ের জন্য সরকার সরাসরি ২৫,০০০ টাকার এককালীন আর্থিক সাহায্য দেয়। তবে এই সুবিধা পেতে গেলে কিছু নির্দিষ্ট শর্ত মেনে আবেদন করতে হয়। আসুন, সেই শর্তগুলো এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রুপশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে পরিচালিত এই প্রকল্পের শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা বিবাহযোগ্যা মহিলারাই আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে বিগত ৫ বছর ধরে রাজ্যের বাসিন্দারাও এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে বাসস্থানের সঠিক প্রমাণ দেখাতে হবে।

  • এই প্রকল্পে আবেদনকারীর বয়স হতে হবে অন্ততপক্ষে ১৮ বছর বা তার বেশি।
  • কোন বিবাহিত মহিলা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ বা তার কম হতে হবে।
  • রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য আবেদনকারীর প্রস্তাবিত পাত্রের বয়স ন্যূনতম ২১ বছর হওয়া আবশ্যক।
  • এর পাশাপাশি আবেদনকারীর অবশ্যই নিজস্ব নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে।

রূপশ্রী প্রকল্প ডকুমেন্ট 2025

রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিতে হয়, যেগুলি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বাধ্যতামূলক। আবেদনকারীর বিবাহ হয়নি, তার একটি প্রমাণপত্র দিতে হবে। পাশাপাশি পাত্র ও পাত্রী উভয়ের বয়স প্রমাণের জন্য জন্ম সনদ, আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিতে হবে। এর সঙ্গে দরকার হবে বাসস্থানের প্রমাণ, যেমন রেশন কার্ড বা স্থানীয় পুরসভার সার্টিফিকেট। পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র এবং আবেদনকারীর নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। এছাড়াও, পাত্র ও পাত্রী উভয়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা করতে হবে।

Rupashree Prakalpa Status Check

রুপশ্রী প্রকল্পে একবার আবেদন জমা পড়ে গেলে আবেদনকারীর নামে একটি রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়ে যায়। সেই রেজিস্ট্রেশন আইডি মারফত অনলাইনে প্রকল্পের স্ট্যাটাস চেক করা যেতে পারে। এর পাশাপাশি সময়ে সময়ে যোগ্য রূপশ্রী আবেদনকারীর নামের তালিকাও প্রকাশ করা হয় সরকারের তরফে। এর জন্য উল্লেখিত ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে হবে আবেদনকারীদের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন