Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...

ই-শ্রম কার্ডে মিলবে মাসিক...

Pinky Khan,কলকাতা: দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র—দু’ই সরকারই...

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...
Homeপ্রকল্পসরকারি প্রকল্পআগামীকাল থেকেই বাংলায় SIR? কমিশনের পদক্ষেপে বাংলায় SIR নিয়ে শোরগোল

আগামীকাল থেকেই বাংলায় SIR? কমিশনের পদক্ষেপে বাংলায় SIR নিয়ে শোরগোল

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

পিঙ্কি খান, কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর (West Bengal SIR election update) নিয়ে এখন কার্যত প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। এই পরিস্থিতিতেই সোমবার বিকেল ৪:১৫ নাগাদ দিল্লিতে তড়িঘড়ি করে সাংবাদিক বৈঠকের ডাক দিল নির্বাচন কমিশন। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি সোমবার থেকেই শুরু হতে চলেছে বাংলায় এসআইআর প্রক্রিয়া? এখনও সরকারি ঘোষণা না এলেও বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত মিলছে, নির্বাচন কমিশন এবার বড় কোনও পদক্ষেপ নিতে চলেছে।

উল্লেখযোগ্যভাবে, এসআইআর শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতি বৈঠকই ছিল নির্বাচন কমিশনের শেষ সমন্বয় বৈঠক। ইতিমধ্যেই বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ করে সেখানকার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে, আগামী বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শুধু এই পাঁচ রাজ্যেই নয়, প্রথম দফায় দেশের আরও কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

কবে হবে বাংলায় SIR? (West Bengal SIR election update)

পশ্চিমবঙ্গে ভোটের আগে এসআইআর হবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে, আর এই বিষয়টি রাজনীতিতেও উত্তেজনার সৃষ্টি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই জানিয়েছেন, বাংলায় ভোটের আগে অবশ্যই এসআইআর সম্পন্ন হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় ভোটারদের ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে, পাশাপাশি ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকাও মিলিয়ে দেখা হচ্ছে। বিশেষ এই ম্যাপিংয়ের কারণে এসআইআর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত সম্পন্ন হবে বলে মনে করছে কমিশন।

এদিকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের জন্য দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দিল্লিতে বুধবার এবং বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন বৈঠক করেছে। এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই কমিশনার উপস্থিত ছিলেন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

এদিকে পশ্চিমবঙ্গে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর ওই একই সময়ে তামিলনাড়ুতেও হবে নির্বাচন। দু’দিন আগে মাদ্রাজ হাইকোর্টকে কমিশন জানিয়েছে, এক সপ্তাহ বা তার আশেপাশেই তামিলনাড়ুতে এসআইআর শুরু করা হবে। এমনকি রাজ্যবাসী ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেবে বলেও জানানো হয়েছে। তবে কমিশন আর কোনও রাজ্যের নাম নেয়নি। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, ভোটের আগে হয়তো বাংলায় এসআইআর হবে। তবে আগামীকাল থেকেই তা শুরু হচ্ছে কিনা, সে বিষয়ে এখনও সঠিক কোনও তথ্য হাতে আসেনি।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -