বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে কী বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী?

আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা। দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। মহান এই দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে মার্কো বাংলাদেশের উদ্দেশে অভিনন্দন বার্তা দেন।

মার্কো রুবিও বলেছেন, “২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি।” এই উদযাপন বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে। এটি বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের এবং জাতি হিসেবে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “যুক্তরাষ্ট্র একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের যাত্রাকে সমর্থন করে।” তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বজায় রাখতে আগ্রহী।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -