আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

সকালের কুয়াশা, দুপুরে রোদ—কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

আগামীকালের আবহাওয়া

JKNews24 Desk: কেমন থাকবে আগামীকালের আবহাওয়া। গত কয়েকদিনের হাড়কাঁপানো ঠান্ডায় কার্যত জমে গিয়েছিল রাজ্যবাসীর দৈনন্দিন জীবন। তাপমাত্রা নেমে গিয়েছিল ১০–১১ ডিগ্রির ঘরে। তবে সেই কনকনে শীতে এবার ধীরে ধীরে ভাটা পড়ছে। আজ, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার দাপট কমছে, যার জেরেই রাতের ঠান্ডা কিছুটা কম অনুভূত হচ্ছে। স্বাভাবিকভাবেই এখন সবার মনে একটাই প্রশ্ন—কেমন থাকবে সরস্বতী পুজোর আবহাওয়া? বর্তমান পরিস্থিতি অনুযায়ী, পুজোর দিনে দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে, সকালের দিকে হালকা শীত থাকলেও দিনের বেলায় রোদে আরামদায়ক পরিবেশের সম্ভাবনাই বেশি। শীতের আমেজ থাকবে ঠিকই, তবে কাঁপুনি ধরানো ঠান্ডা নয়—পুজো উপভোগের জন্য বেশ অনুকূল আবহাওয়াই বলা যায়।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে তাই আচমকাই থমকে যাচ্ছে উত্তুরে হাওয়া। জানা গিয়েছে আজ অর্থাৎ সোমবার কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। বুধে ফের উত্তর-পশ্চিম ভারতে আরেকটি ঝঞ্ঝা প্রবেশের কথা। এরফলে আগামী ৩ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ। বুধবারের মধ্যে রাতের তাপমাত্রাও প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সরস্বতী পুজোর দিন থেকেই টের পাওয়া যাবে উষ্ণতা। একেবারে শীতের আমেজও গায়েব হতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস, আর কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনই শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না। পাশাপাশি দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘন কুয়াশার জেরে ভোরের দিকে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত, ফলে যাতায়াতে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করলেও আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে এখনও বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। দার্জিলিং-সহ পাহাড়ি এলাকার অধিকাংশ জায়গায় কনকনে শীত বজায় রয়েছে, সকালে ও রাতে ঠান্ডার কামড় আরও বেশি টের পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা আগামী দিনে ধীরে ধীরে বাড়বে বলে পূর্বাভাস। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ভোরের দিকে কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত, ফলে সড়ক ও রেলপথে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now