Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতীয় বিমান বাহিনীতে চাকরির...

Pinky Khan, কলকাতা: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য আছে এক চমৎকার সুযোগ!...

ধোনি, রিচা! সেনা ও...

ভারতের ক্রীড়া ইতিহাসে বিশেষ করে ক্রিকেটের ময়দানে বহু তারকা নিজেদের প্রতিভা ও নিষ্ঠা...

Weather News West Bengal:...

কার্তিক মাস শেষ হতে না হতেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে শীতের আমেজ। সকালবেলা...
Homeব্যবসা বাণিজ্যশিল্পবাড়িতে বসেই শুরু করুন প্যাকিং কাজ!

বাড়িতে বসেই শুরু করুন প্যাকিং কাজ!

Work From Home: ঘরে বসে প্যাকিং এর কাজ শুরু করে মাসে ২৫ হাজার টাকা আয় করুন!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

Work From Home Job: আজকের বেকারত্ব ও মূল্যবৃদ্ধির যুগে ঘরে বসে কাজ বা Work From Home-এর চাহিদা অনেক গুণে বেড়ে গিয়েছে। গৃহিণী হোন বা ছাত্রছাত্রী, প্রত্যেকেই চায় ঘর সামলানোর পাশাপাশি একটু রোজগার করে স্বাবলম্বী হতে। এমনকি অনেক চাকরিজীবীও বাড়তি ইনকামের আশায় বাড়ি থেকেই কাজ খুঁজে নিচ্ছেন, যাতে সংসারের পাশে দাঁড়ানো যায় আরও দৃঢ়ভাবে। বাস্তব পরিস্থিতি বলছে, আজকের দিনে পরিবার চালাতে গেলে প্রত্যেক সদস্যেরই কিছু না কিছু উপার্জন জরুরি হয়ে পড়ছে। এই অবস্থায় স্বল্প পুঁজি বা বিনিয়োগ ছাড়াই ঘরে বসে উপার্জনের অন্যতম সহজ ও লাভজনক উপায় হতে পারে প্যাকিং-এর কাজ (Packing Work from Home)। কীভাবে একেবারে সামান্য খরচে এই কাজ শুরু করে মাসে হাজার হাজার টাকা উপার্জন করা যায়? আসুন, জেনে নিই তারই বিস্তারিত।

Work From Home Packing Jobs without investment

২০২০ সালের করোনার সময় থেকেই আর চিরাচরিত ভাবে অফিসে গিয়ে কাজ করার প্রয়োজন পড়ে না। বর্তমানে গ্লোবালাইজেশন (Globalization) এর সাথে সাথে অনলাইনে ঘরে বসেই বিভিন্ন কাজ (Work From Home) করার সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। আর সব থেকে বড় কথা, নিজের বাড়িতে বসে নিজের সময় মত কাজ করে রোজগার করার এই পন্থাগুলি বর্তমানে বিপুল পরিমাণে জনপ্রিয়তা লাভ করছে। তবে এই ধরনের কাজ করার জন্য আপনাকে অবশ্যই বাড়ির বিভিন্ন কাজ সামলে ওঠার পাশাপাশি নিজের শখ এবং দক্ষতা গুলিকেও প্রকাশ করতে হবে।

বাড়িতে বসে প্যাকিংয়ের কাজ

বর্তমানে অনলাইন শপিং বা ই-কমার্সের যুগে প্যাকিং-এর গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। ছোট বড় সব সংস্থারই প্রয়োজন ভালোভাবে প্রোডাক্ট প্যাক করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। এই পরিস্থিতিতে আপনি চাইলে খুব সহজেই নিজের বাড়িতে বসেই প্যাকিং-এর কাজ শুরু করতে পারেন। এর জন্য বিশাল পুঁজি বা আলাদা দোকান লাগবে না—সাধারণ কিছু সামগ্রী আর একটু জায়গা থাকলেই যথেষ্ট। শুরুতে আপনি প্রতিমাসে ১০ হাজার টাকারও বেশি রোজগার করতে পারেন, আর যদি কাজ ভালোভাবে জমে যায় ও ক্লায়েন্ট বাড়তে থাকে, তাহলে একসময় এই উপার্জন ২০-২৫ হাজার টাকাও ছাড়িয়ে যেতে পারে।

প্যাকিংয়ের কাজ করার সুযোগ সুবিধা

প্যাকিং এর কাজ, কথাটি শুনেই বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র গুছিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে প্যাক করা। আসলে বর্তমানে অনলাইনের দুনিয়ায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনলাইন মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে। এর জন্য প্রচুর পরিমাণে প্যাকিং এর প্রয়োজন হয়। বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের এই সমস্ত প্যাকিংয়ের কাজের জন্য আলাদা করে কর্মী নিয়োগ করে থাকে। অনেক সময় এই কারখানায় গিয়ে এই কাজ করার সুযোগ মেলে। তবে বর্তমানে বাড়িতে বসে (Work From Home) এই প্যাকিংয়ের কাজ করে রোজগার করা সম্ভব।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

এই প্যাকিংয়ের ব্যবসা শুরু করতে হলে আপনার খুব একটা বড় ডিগ্রি বা উচ্চ শিক্ষাগত যোগ্যতা লাগবে না—সাধারণ স্কুল পাশ বা মাধ্যমিক পাশ হলেই যথেষ্ট। ভারতের যেকোনো প্রান্ত থেকে, গ্রাম বা শহর, নিজের বাড়িতে বসেই আপনি অনলাইন বা অফলাইন মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারেন। আশ্চর্যের বিষয়, এই কাজের জন্য নির্দিষ্ট কোনো বয়সের বাঁধা নেই—চাইলেই ১৭-১৮ বছর থেকে শুরু করে ৫০-৬০ এমনকি ৭০ বছর বয়স পর্যন্ত যে কেউ করতে পারেন। চাইলে পরিবারকেও যুক্ত করে এটিকে একটি ঘরোয়া ব্যবসা হিসেবে গড়ে তোলা যেতে পারে। পুরুষ বা মহিলা নির্বিশেষে যাঁরা অবসর সময়ে কিছু বাড়তি রোজগার করতে চান, তাঁদের জন্য এটি একেবারেই উপযুক্ত একটি বিকল্প।

এক কথায় বললে, এই ধরনের প্যাকিং কাজ আসলে খুবই সহজ এবং বাড়িতে বসেই স্বাচ্ছন্দ্যে করা যায়। ধরুন, কোনো অনলাইন কোম্পানি জামা কাপড় বা অন্যান্য পণ্য বিক্রি করেছে। সেই পণ্যটি সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে, সঙ্গে থাকবে প্যাকিং-এর জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ—যেমন: প্যাকেট, ডেলিভারি এড্রেস, ট্যাগ বা ইনভয়েস কপি। এরপর আপনাকে শুধু সেই প্রোডাক্টটি যত্ন করে গুছিয়ে নির্দিষ্ট প্যাকেটের মধ্যে ভরে সিল করে দিতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে—এই কাজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত থাকে। অর্থাৎ, আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ করে প্যাক করা প্রোডাক্ট কোম্পানির কাছে পাঠাতে হবে। তাই যারা সময় মেনে কাজ করতে ভালোবাসেন, তাঁদের জন্য এই ধরনের কাজ একেবারেই উপযুক্ত ও লাভজনক।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -