Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

শিলিগুড়িতে চিতাবাঘ হামলা, শৌচালয়ে...

ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে (Siliguri News)! বাড়ির শৌচালয়ে লুকিয়ে থাকা চিতা ঘুমঘোরে শৌচালয়ে...

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)Zubin Autopsy Report: জুবিন গার্গের ময়নাতদন্তের রিপোর্ট নিলেন না স্ত্রী গরিমা

Zubin Autopsy Report: জুবিন গার্গের ময়নাতদন্তের রিপোর্ট নিলেন না স্ত্রী গরিমা

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

জুবিন গার্গের মৃত্যু রহস্য দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সিঙ্গাপুরে জনপ্রিয় এই গায়কের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁরই ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী। জুবিনের মৃত্যুর আগে শেখরজ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছিল(Zubin autopsy report)। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত এবং জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে। সিদ্ধার্থ শর্মাকে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় আটক করা হয়েছে। অন্য দুই ব্যান্ড সদস্যের মধ্যে একজন হলেন শেখরজ্যোতি, আর অপরজন অমৃতপ্রভা মোহন্ত।

শুক্রবার সিঙ্গাপুর সরকার জুবিন গার্গের স্ত্রীর হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিয়েছে। তবে প্রয়াত গায়কের স্ত্রী গরিমা জানিয়েছেন, তিনি নিজে এটি রাখতে চান না, কারণ এটি তাঁর ব্যক্তিগত নথি নয়। যাঁরা জুবিনের মৃত্যুর তদন্ত করছেন, তাদের এই রিপোর্ট কাজে লাগবে। এদিকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সিঙ্গাপুরে থাকা অসমের বাসিন্দাদের সহযোগিতা ছাড়া তদন্ত সম্পূর্ণ করা সম্ভব নয়।

গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে নতুন নতুন প্রশ্ন উঠছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রথমে স্কুবা ডাইভিং, পরে সাঁতার কাটার সময়ই তাঁর মৃত্যু হয়েছে। তবে এবার ষড়যন্ত্রের তত্ত্বও সামনে এসেছে। জুবিনকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে—এমনই বিস্ফোরক দাবি করেছেন তাঁর ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গার্গের। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে সমুদ্রে নেমে স্কুবা ডাইভিং করার সময় জুবিনের খিঁচুনি হয় জলের মধ্যেই। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, বাঁচানো সম্ভব হয়নি।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ফেস্টিভ্যালের অর্গানাইজার শ্যামকানু মোহন্তের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শেখরজ্যোতি গোস্বামী। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানিয়েছেন, ইয়ট করে যখন জুবিনকে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আচমকাই সিদ্ধার্থ শর্মা চালককে সরিয়ে দিয়ে ইয়ট চালাতে শুরু করেন। উত্তাল সমুদ্রে ঝুঁকি নিয়ে আচমকাই ইয়ট চালান, যা মোটেই স্বাভাবিক কাজ ছিল না বলে দাবি জ্যোতির। পাশাপাশি আরও একাধিক অভিযোগ তুলেছেন তিনি। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -