কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: বিশ্ব ক্রিকেটে নতুন এক অধ্যায়ের ইতি। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তে হতবাক তাঁর দীর্ঘ ১৪ বছরের সতীর্থ এবং আরেক কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিও।
সব খবর
কোহলি অশ্বিনের অসাধারণ ক্যারিয়ারকে স্মরণ করে নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে মর্মস্পর্শী বার্তা শেয়ার করেছেন। কোহলির আবেগপূর্ণ বার্তায় ফুটে উঠেছে দুই সতীর্থের সম্পর্কের গভীরতা। তিনি লিখেছেন:
“আমি তোমার সঙ্গে ১৪ বছর ক্রিকেট খেলেছি। আজ যখন তুমি আমাকে তোমার অবসরের সিদ্ধান্ত জানালে, তখন আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি। অতীতে তোমার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি মনে পড়ে। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। তোমার মতো দক্ষতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা ভারতের দ্বিতীয় কারও মধ্যে দেখিনি।
তোমার ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হোক, এই কামনা করি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাও। তোমার এবং তোমার কাছের মানুষের প্রতি রইল অগাধ ভালোবাসা ও সম্মান।
থ্যাংকস ফর এভরিথিং, বাডি।”
কোহলির এই বার্তা শুধু অশ্বিনের প্রতি ভালোবাসার প্রকাশ নয়, বরং তাঁর অবদানকে সম্মান জানানোর এক অসাধারণ উদাহরণ। ক্রিকেট জগৎ অশ্বিনকে তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য চিরকাল মনে রাখবে।
সব খবর
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |