ধামাকা কালেকশন! মাত্র তিন দিনেই ১০০ কোটির ঘরে ‘ধুরন্ধর’

রাঞ্জান মাহাত, কলকাতা: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবিটি বক্স অফিসে সত্যিই আগুন ধরিয়ে দিয়েছে (Dhurandhar Box Office Collection)। মুক্তির প্রথম সপ্তাহ থেকেই দর্শকদের উন্মাদনা থামার নাম নেই। ট্রেড ট্র্যাকার Sacnilk-এর তথ্য মতে, শুধু সোমবারেই ছবিটি আয় করেছে প্রায় ২৩ কোটি টাকা। ফলে ‘ধুরন্ধর’-এর মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১২৬ কোটি টাকা

কত আয় করল ‘ধুরন্ধর’ সিনেমা (Dhurandhar Box Office Collection)

রিপোর্ট বলছে, ছবিটি প্রথম দিন শুক্রবার ২৮ কোটি দিয়ে শুরু করেছিল। এরপর শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩২ কোটি, আর রবিবার তো একেবারে ঝড়—৪৩ কোটি টাকা । চতুর্থ দিন সোমবার আরও ২৩ কোটি যোগ হওয়ার পর মোট চার দিনে বক্স অফিসে উঠে এসেছে ১২৬ কোটি টাকা। শুক্রবারের মাঝারি ওপেনিংয়ের পর মুখে–মুখে পজিটিভ রিভিউ ছড়িয়ে পড়তে থাকায় ছবিটি বসে আর নেই—মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে।

প্রথম সপ্তাহন্তে ছবিটি মোট আয় করেছে ১০৩ কোটি টাকা। রবিবার সর্বোচ্চ কালেকশন ছিল ৪৩ কোটি। এমনকি মাল্টিপ্লেক্সে দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং সিঙ্গেল স্ক্রিনেও গতি বাড়ছে। এ বিষয়ে ফিল্ম বিশেষজ্ঞ তরুণ আদর্শ লিখেছেন, ‘ধুরন্ধর’ প্রথম তিন দিনেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। মুখে মুখে প্রচারের জেরে রবিবার ব্যবসা দারুণ ছিল। মাল্টিপ্লেক্স ছবি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, আর দর্শকদের উন্মাদনা দ্বিতীয় দিন থেকে আরও বাড়ছে।

ছবির মূল আকর্ষণ

জানিয়ে রাখি, ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংকে দেখা যাবে এক স্পেশাল অফিসারের চরিত্রে, যার মিশন পাকিস্তানের চারজন সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসীকে খতম করা। মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় চরিত্রের পরিচয় নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়ালেও সেন্সর বোর্ড স্পষ্ট জানিয়েছে—এটি কোনও বাস্তব ব্যক্তির বায়োপিক নয়, পুরোপুরি কল্পনাভিত্তিক একটি চরিত্র। আর দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা-ই প্রমাণ এই অ্যাকশন থ্রিলার নিয়ে কৌতূহল কতটা তুঙ্গে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -