Friday, August 8, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

West Bengal Nurse Job...

West Bengal Nurse Job 2025: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB) এক বড়সড় সুখবর...

WBSSC Group C and...

WBSSC Group C and D Jobs: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এসেছে বহু প্রতীক্ষিত সুখবর!...

West Bengal Old Voter...

West Bengal Old Voter List 1952: এখন আপনি খুব সহজেই পশ্চিমবঙ্গের পুরনো ভোটার তালিকা...

West Bengal Voter List...

West Bengal Voter List 1971 PDF: আপনি কি পশ্চিমবঙ্গের ১৯৭১ সালের ভোটার...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Recommended for You

Union Bank Recruitment ২০২৫: ২৫০ শূন্য পদে ব্যাংক জব, আবেদন করুন আজই!

Union Bank Recruitment ২০২৫: ব্যাংকের চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর! একের পর এক ব্যাংক নিয়োগের মাঝেই এবার রাষ্ট্রায়ত্ত ইউনিয়ন...

Most Popular

Homeচাকরি খবরUnion Bank Recruitment ২০২৫: ২৫০ শূন্য পদে ব্যাংক জব, আবেদন করুন আজই!

Union Bank Recruitment ২০২৫: ২৫০ শূন্য পদে ব্যাংক জব, আবেদন করুন আজই!

Union Bank Recruitment ২০২৫: ব্যাংকের চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর! একের পর এক ব্যাংক নিয়োগের মাঝেই এবার রাষ্ট্রায়ত্ত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এল একটি চমৎকার নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করার সুযোগ থাকছে, আর আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হন, তাহলেও অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে পদের ধরন, শূন্যপদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী সম্পর্কে ভালভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। যারা এতদিন ধরে ব্যাংকের চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছিলেন, তাদের জন্য এই সুযোগ একদম হাতছাড়া করা উচিত নয়! এখনই জেনে নিন ইউনিয়ন ব্যাঙ্কের এই নিয়োগের বিস্তারিত।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • নিয়োগ কারী সংস্থা- ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া।
  • পদের নাম- ওয়েলথ ম্যানেজার (Wealth Manager)।
  • মোট শূন্য পদের সংখ্যা- ২৫০ টি।
  • বয়স সীমা- ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যবর্তী বয়সী হতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে।

মাসিক বেতন

যারা উচ্চপদস্থ ব্যাংক চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য দারুণ খবর! এই পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন শুরু হবে ৬৪,৮২০ টাকা থেকে, যা ধীরে ধীরে বাড়তে বাড়তে পৌঁছাতে পারে ৯৩,৯৬০ টাকায়। অর্থাৎ শুরু থেকেই একটি আকর্ষণীয় বেতনের পাশাপাশি নিশ্চিত ভবিষ্যতের পথ খুলে যাচ্ছে। শুধু বেতনই নয়, সরকারি ব্যাংকের কর্মচারী হিসেবে থাকছে নানা সুবিধা—হাউস রেন্ট, মেডিকেল ভাতা, পেনশন, ইনসুরেন্সসহ আরও অনেক কিছু।

শিক্ষাগত যোগ্যতা

যারা এই পদে আবেদন করার কথা ভাবছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য – আবেদনকারীদের অবশ্যই যে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত দু’বছরের এমবিএ (MBA), এমএমএস (MMS), পিজিডিবিএ (PGDBA), পিজিডিবিএম (PGDBM), পিজিপিএম (PGPM) বা পিজিডিএম (PGDM) ডিগ্রি থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নিম্নলিখিত তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে-

  • অনলাইন পরীক্ষা,
  • গ্রুপ ডিসকাশন,
  • ইন্টারভিউ।

আবেদন পদ্ধতি

যারা আবেদন করতে আগ্রহী, তাদের অবশ্যই ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত নিয়মে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ অনলাইনে আবেদন জানাতে হবে। ভালো খবর হচ্ছে, পুরো আবেদন প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করা যাবে—ফর্ম পূরণ থেকে শুরু করে আবেদন ফি জমা দেওয়া পর্যন্ত সবকিছুই ঘরে বসেই করা সম্ভব।

আবেদন মূল্য-

  • সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী: ১৭৭ টাকা,
  • অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী- ১১৮০ টাকা।
তথ্যলিংক
বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করুনDownload PDF
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp

আরও পড়ুন

আরও পড়ুন