APAAR ID 2025 Online Apply: Academic Bank of Credits (ABC) আসলে এক ধরনের ডিজিটাল ক্রেডিট ব্যাংক, যেখানে একজন শিক্ষার্থীর পড়াশোনার নম্বর বা ক্রেডিট সেভ হয়ে থাকে। এটি পরিচালনা করছে শিক্ষা মন্ত্রণালয়, আর নিয়ন্ত্রণ করছে UGC। সহজভাবে বললে, একজন শিক্ষার্থী যে ক্রেডিট স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করছে, সবকিছুই নিরাপদে জমা থাকবে তার ABC ID-তে। ফলে ভবিষ্যতে পড়াশোনার জন্য সেই ক্রেডিট সহজেই ব্যবহার করা যাবে।
প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা একটি APAAR আইডি থাকে, যার মাধ্যমে নিজের সব পড়াশোনার রেকর্ড দেখা ও ব্যবহার করা যায়। সহজভাবে বললে – ABC হলো শিক্ষার্থীদের জন্য এমন একটি অনলাইন ব্যাংক, যেখানে তাদের সব নম্বর ও ক্রেডিট নিরাপদে জমা থাকে।
APAAR ID 2025 Online Apply
1️⃣ প্রথমে Academic Bank of Credits (ABC)-এর অফিসিয়াল পোর্টালে যান। সরাসরি যেতে নিচের লিংকে ক্লিক করতে পারেন।
2️⃣ সেখানে গিয়ে Menu > Student অপশনে ক্লিক করুন।
3️⃣ নতুন পেজে গিয়ে New User (Sign Up) বেছে নিন।
4️⃣ এবার আধার কার্ডে লিঙ্ক থাকা মোবাইল নম্বর দিন এবং OTP দিয়ে ভেরিফাই করুন। এরপর আপনার নাম, আধার কার্ড নম্বর, জন্ম তারিখ, একটি User Name ও PIN লিখে Verify করুন।
5️⃣ পরবর্তী ধাপে আধার কার্ড নম্বর দিয়ে KYC সম্পন্ন করুন।
6️⃣ এবার কোন ক্লাসে পড়ছেন বা ভর্তি হতে যাচ্ছেন, সেই তথ্য দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ABC ID বা APAAR ID।
7️⃣ সবশেষে আপনার ABC ID/APAAR ID কার্ড ডাউনলোড করুন। কার্ডের মধ্যে ইউনিক APAAR ID নম্বর থাকবে, যা ভবিষ্যতে পড়াশোনার সব জায়গায় কাজে লাগবে।
ABC ID Card Online Apply & Download Link:– | Click |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |