West Bengal Voter List 2025: ২০২৫ সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, এখন অনলাইনে গিয়ে সহজেই দেখতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। ইলেকশন কমিশনের তরফে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। যেসব বিধানসভা কেন্দ্রে ২০০২ সালের তালিকা পাওয়া যায়নি, সেখানে সংশ্লিষ্ট বুথের ২০০৩ সালের ভোটার তালিকা এখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাই ভোটারেরা চাইলে এখনই অনলাইনে গিয়ে নিজের তথ্য যাচাই করতে পারবেন।
পুজোর পর পরই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে SIR, এর ফলে বাদ যেতে পারে ভুয়ো ভোটার থেকে শুরু করে মৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে। এছাড়াও দিতে হবে ভোটারদের জন্মের কিংবা বসবাসের প্রমাণপত্রের নথি। ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে, লাগবে না কোনো অতিরিক্ত নথি। নিচে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক দেওয়া হয়েছে, সেখান থেকে সহজেই ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
অবশ্যই পড়ুন: West Bengal 2002 Voter List PDF: জেলা ভিত্তিক পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড
West Bengal 2002 Voter List Download Direct Link
| ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড লিংক |
|---|---|---|
| ১ | বাঁকুড়া | Download |
| ২ | বীরভূম | Download |
| ৩ | কোচবিহার | Download |
| ৪ | দক্ষিণ চব্বিশ পরগনা | Download |
| ৫ | দার্জিলিং | Download |
| ৬ | হুগলি | Download |
| ৭ | হাওড়া | Download |
| ৮ | জলপাইগুড়ি | Download |
| ৯ | ঝাড়গ্রাম | Download |
| ১০ | কলকাতা উত্তর | Download |
| ১১ | মালদা | Download |
| ১২ | মুর্শিদাবাদ | Download |
| ১৩ | নদীয়া | Download |
| ১৪ | উত্তর চব্বিশ পরগনা | Download |
| ১৫ | পূর্ব বর্ধমান | Download |
| ১৬ | পূর্ব মেদিনীপুর | Download |
| ১৭ | পশ্চিম মেদিনীপুর | Download |
| ১৮ | পুরুলিয়া | Download |
| ১৯ | উত্তর দিনাজপুর | Download |
| ২০ | দক্ষিণ দিনাজপুর | Download |
| ২১ | কলকাতা দক্ষিণ | Download |
পশ্চিমবঙ্গের ভোটার ২০২৫ লিস্ট এখন সহজেই ডাউনলোড করা যাবে। কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি লিস্টে নিজের নাম, অভিভাবকের নাম, বাড়ির নং, লিঙ্গ ও বয়সের তথ্য দেখে নিতে পারবেন। মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজে ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিজের তথ্য যাচাই করতে পারবেন।
সব খবর
অবশ্যই পড়ুন: 1956 Voter List West Bengal: পুরনো ভোটার তালিকা এখন অনলাইনে!
West Bengal 2025 Voter List Download
১) প্রথমে CEO West Bengal-এর অফিসিয়াল পোর্টালে যান। নিচের লিংকে ক্লিক করে সরাসরি Voter List 2025 ডাউনলোড করা যাবে।
২) হোম পেজে “Electors” লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে “Download Electoral Roll” এর নিচে থাকা “Electoral Roll” এ ক্লিক করুন।
৪) এরপর আপনার জেলা, বিধানসভা ইত্যাদি তথ্য উল্লেখ করুন এবং নিচে প্রদত্ত ক্যাপচার কোড লিখুন।
৫) ভোট কেন্দ্র নির্বাচন করে পাশে থাকা Select বক্সে টিক মার্ক করুন এবং “Download PDF” এ ক্লিক করুন।
৬) এবার ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। খুঁজে নিন আপনার এবং পরিবারের সদস্যদের নাম আছে কিনা।
West Bengal 2025 Voter List Download Link:- Download Now


