Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

ভারতে ফেসবুক-গুগল নিষিদ্ধ করতে...

বিশ্বজুড়ে আজ স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড আর আইওএস— এই দুই অপারেটিং সিস্টেমের দুনিয়া। কিন্তু...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...
Homeবিনোদন খবররশ্মিকা-বিজয় এনগেজমেন্ট: নতুন অধ্যায়ের শুরু, জানুন সব খবর

রশ্মিকা-বিজয় এনগেজমেন্ট: নতুন অধ্যায়ের শুরু, জানুন সব খবর

রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার এনগেজমেন্ট, বিয়ে হতে পারে ফেব্রুয়ারিতে

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা এবং জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল (Rashmika Vijay Engagement)। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যিই নতুন পথে হাঁটলেন তারা। একে অপরের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই জনপ্রিয় জুটি। ইতিমধ্যেই রশ্মিকা ও বিজয় বাগদান সেরে ফেলেছেন বলে খবর মিলেছে, আর সেই খবর এখন ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঝড় তুলেছে।

কবে বিয়ে রশ্মিকা-বিজয়ের?

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন চলছিল। শুক্রবার বিকেলে তাদের বাগদানের খবর ছড়িয়ে পড়তেই সেই জল্পনা আরও বাড়ে। তবে শনিবার সকালে বিজয়ের টিম হিন্দুস্তান টাইমসকে জানায়, এই খবর একেবারেই সত্যি। বহু প্রতীক্ষার পর অবশেষে রশ্মিকা ও বিজয় এক হচ্ছেন। যদিও তাদের এনগেজমেন্টের অনুষ্ঠান ঠিক কবে এবং কোথায় হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের দাবি, আগামী ফেব্রুয়ারিতেই দক্ষিণী রীতিনীতি মেনে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে।

সম্পর্কের সূত্রপাত Geetha Govindam দিয়ে

উল্লেখ্য, রশ্মিকা ও বিজয়ের প্রেমের গল্প শুরু হয়েছিল ২০১৮ সালে মূলত তাদের ব্লকবাস্টার ছবি Geetha Govindam দিয়ে। তারপর ২০১৯ সালে Dear Comrade-এ তাদের কেমিস্ট্রি যেন আরও জমে ওঠে। আর সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আরও জল্পনা তুঙ্গে। যদিও দুজনই বারবার বলেছিলেন যে, তারা শুধুমাত্র বন্ধু, কোনওরকম সম্পর্ক নেই।

এদিকে গত আগস্টেই রশ্মিকা মান্দানা আর বিজয় দেবরাকোন্ডাকে একসঙ্গে দেখা গিয়েছিল নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ‘ইন্ডিয়া ডে প্যারাডে’-তে, যেখানে তারা নেতৃত্ব দিয়েছিলেন। একই সময়ে তাদের ভ্রমণের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে—একই রিসর্ট, একই ব্যাকগ্রাউন্ড, সবকিছু মিলে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। যদিও প্রকাশ্যে তারা কিছুই স্বীকার করেননি। রশ্মিকাকে শেষবার দেখা গেছে Kuberaa ছবিতে, আর সামনে তাঁর হাতে রয়েছে আরও বড় কিছু প্রজেক্ট—Thamma, Cocktail 2 এবং The Girlfriend। অন্যদিকে বিজয়কে সম্প্রতি দেখা গিয়েছে Kingdom ছবিতে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -