আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

অসমের কোকরাঝাড়ে প্রবল বিস্ফোরণ, উড়ে গেল রেললাইন

Assam IED Blast

অসমের কোকরাঝাড় ও সালাকাটি স্টেশনের মাঝখানে বৃহস্পতিবার ভোরে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা (Assam IED Blast) । রেললাইনের একটি অংশ উড়ে যায়, ফলে উত্তরবঙ্গ ও লোয়ার অসমে ট্রেন চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎই বিকট শব্দ শোনা যায়, এমনকি আশপাশের কয়েকটি বাড়িও কেঁপে ওঠে। ঘটনায় নাশকতার আশঙ্কা করা হচ্ছে। রেল আধিকারিকদের মতে, কোকরাঝাড় স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সালাকাটির দিকে যাওয়ার পথে বিস্ফোরণটি ঘটে। বর্তমানে তদন্ত চলছে, তবে এই ঘটনায় রেল পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

তিনি জানান, “বিস্ফোরণের তীব্রতায় প্রায় তিন ফুট রেললাইন ভেঙে যায়, আর ক্ষতিগ্রস্ত ট্র্যাকের টুকরোগুলো কয়েক মিটার দূরে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।” কোকরাঝাড়ের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট পুষ্পরাজ সিং জানিয়েছেন, “এই ঘটনায় কোনও হতাহত বা ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “ট্র্যাকের একটি ছোট অংশে ক্ষতি হয়েছিল, যা দ্রুত মেরামত করা হয়েছে। বর্তমানে রেলপথে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়েছে।”

রেলের আরও এক আধিকারিক জানান, “ঘটনার পর রাতভর ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে লোয়ার অসম ও উত্তরবঙ্গের বেশ কিছু আপ ও ডাউন ট্রেনের সময়সূচিতে প্রভাব পড়ে, সকাল ৮টা পর্যন্ত বহু ট্রেন বিলম্বিত হয়।” তিনি আরও জানান, “মেরামতির কাজ শেষ হওয়ার পর সকাল ৫টা ২৫ মিনিট নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হয়। তবে বিস্ফোরণের জেরে সকালে বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছায়।”

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now