ছাত্রছাত্রীদের স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, আর সেই পরীক্ষার ভিত্তি গড়ে ওঠে নবম শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমেই। সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ২০২৭ (Madhyamik 2027) ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। পর্ষদের নির্দেশ অনুযায়ী, রাজ্যের সব অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়কে নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন যাচাই ও সংশোধনের কাজ সম্পূর্ণ করতে হবে, যাতে ভবিষ্যতে পরীক্ষার সময় কোনও রকম সমস্যা না হয়।
নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সংশোধন অনলাইনে, মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ (Madhyamik 2027)
কোনও ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনে ভুল তথ্য যাতে না আসে, সে জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনলাইনে চেক ও ভেরিফিকেশনের পাশাপাশি ভুল ডেটা এন্ট্রির সংশোধনের ব্যবস্থাও করেছে (Madhyamik 2027)। কারণ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে ফলাফল পর্যন্ত, সবকিছুই এই রেজিস্ট্রেশন ডেটার ওপর নির্ভরশীল—নাম, জন্মতারিখ বা নম্বরের সামান্য ভুলও ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। আগের বছরের মতো এবারও সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হচ্ছে, যার ফলে আগের মতো এক মাস সময় না নিয়ে দ্রুত ও নির্ভুলভাবে কাজ শেষ করা সম্ভব হচ্ছে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | 3রা নভেম্বর, 2025 |
| রেজিস্ট্রেশন যাচাইয়ের সময়সীমা | ৬ই নভেম্বর সকাল ১১টা থেকে ১৫শে নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত |
| প্রক্রিয়া | www.wbbsedata.com ওয়েবসাইটে অনলাইনে যাচাই ও সংশোধন |
রেজিস্ট্রেশন তথ্য যাচাই নির্দেশিকা (Registration Verification)
Madhyamik 2027 রেজিস্ট্রেশন যাচাই ও সংশোধনের প্রক্রিয়ায় বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি নবম শ্রেণির ছাত্রছাত্রীর ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ছবি ও স্বাক্ষর ভালোভাবে পরীক্ষা করবেন এবং কোনো ভুল থাকলে তা সঙ্গে সঙ্গে সংশোধন করবেন। সমস্ত তথ্য যাচাই ও সংশোধন সম্পন্ন হলে সেই সংশোধিত রেজিস্ট্রেশন ডেটা ডাউনলোড করে স্কুলে সংরক্ষণ করতে হবে।
অফিসিয়াল নোটিফিকেশন
| গুরুত্বপূর্ণ | লিংক |
|---|---|
| মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল (WBBSE) বিজ্ঞপ্তি সংখ্যা: DS(C)/128/25 | ⇓ Download PDF |
সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এই যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ বাধ্যতামূলক। যদি কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকে, তবে তা পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তাই বিদ্যালয়গুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজটি সম্পন্ন করার জন্য পর্ষদ থেকে বিশেষভাবে বলা হয়েছে।
সব খবর
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


