আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

বাংলাদেশে দেশজুড়ে বন্ধ মোবাইল ফোন বিক্রি! বড় সিদ্ধান্তে চাপে বাজার

Published on: November 19, 2025
Mobile Sell Stopped in Bangladesh

Rohan Khan, কলকাতা: ফের অশান্তির হাওয়া বইছে ওপার বাংলায়। এবার পুরো দেশজুড়ে মোবাইল ফোন বিক্রি বন্ধের (Mobile Sell Stopped in Bangladesh) ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন—আজ ১৯ নভেম্বর, বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত একটি সাংবাদিক বৈঠকেই এই বড় সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের নেপথ্যে কারণ কী?

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রি বন্ধ

ঢাকা টাইমস ২৪-এর একটি রিপোর্ট থেকে জানা গেছে, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ হঠাৎ তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদেই দেশজুড়ে মোবাইল বিক্রি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত বক্তাদের দাবি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা আরও বড় আন্দোলনের পথে নামবেন। এমনকি গোটা দেশ অচল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই গোয়েন্দা পুলিশ সুমাশটেকের সিইও আবু সাঈদ পিয়াসকে তুলে নিয়ে যায়—এমন অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানিয়েছেন, রাত প্রায় তিনটার সময় মিরপুর ১-এর বাসা থেকে তাঁর স্বামীকে নিয়ে যায় পুলিশ। শুধু তাই নয়, তারা পিয়াসের মোবাইলটিও জব্দ করে বলে অভিযোগ তুলেছেন তিনি।

বৃহত্তর আন্দোলনের ডাক

এদিকে আন্দোলনকারীদের দাবি, তাদের অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পিয়াসকে দ্রুত মুক্তি দিতে হবে। নাহলে তারা আরও কঠোর অবস্থান নেবে। এমনকি আন্দোলন আরও বিস্তৃত করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা জোর গলায় বলেন যে, এই ঘটনায় ব্যবসায়িক মহলে আরও সৃষ্টি হয়েছে। সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যাও চেয়েছেন তারা। সবথেকে বড় ব্যাপার, যদি আজকের মধ্যে পিয়াসকে মুক্তি না দেওয়া হয়, তাহলে হয়তো আবারও রণক্ষেত্র নামতে পারে ঢাকার রাজপথে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now