আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

ইনস্টাগ্রামের নোটস ফিচার এবার হোয়াটসঅ্যাপে, অল্প কথায় জানিয়ে দিন মনের কথা

Updated On:
WhatsApp About Update

ইনস্টাগ্রামের নোটস ফিচারের মতোই এবার হোয়াটসঅ্যাপেও যুক্ত হলো ছোট টেক্সটে নিজের মনের কথা জানানোর নতুন ব্যবস্থা (WhatsApp About Update)। হোয়াটসঅ্যাপ এই ফিচারটির নাম দিয়েছে About। যদিও নাম আলাদা, কাজ কিন্তু একই—ব্যবহারকারীরা চাইলে অল্প কয়েকটি শব্দে যেকোনও আপডেট লিখে রাখতে পারবেন। তবে এখানে একটি বড় পার্থক্য রয়েছে: ইনস্টাগ্রামের মতো সকল ফলোয়ার বা সোশ্যাল মিডিয়ার মানুষ নয়, এই আপডেট দেখতে পাবেন শুধুমাত্র আপনার কনট্যাক্ট লিস্টে থাকা মানুষজন। অর্থাৎ আরও ব্যক্তিগতভাবে নিজের ভাবনা শেয়ার করার সুযোগ মিলছে এবার হোয়াটসঅ্যাপে।

About ফিচারের প্রত্যাবর্তন (WhatsApp About Update)

ইনস্টাগ্রামের নতুন নোটসের মতোই হোয়াটসঅ্যাপে যে “About” ফিচার চালু হয়েছে, সেটি আসলে একদম নতুন কিছু নয়—বরং বহু পুরনো। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, যারা অ্যাপটির একেবারে শুরুর দিকের ব্যবহারকারী নন তারা অনেকেই এই ফিচারটির অস্তিত্ব সম্পর্কে জানতেনই না। অনেক বছর আগে লঞ্চ হওয়া এই ফিচারটিই এখন নতুন আঙ্গিকে ফিরে এসেছে, যাতে ব্যবহারকারীরা আরও সহজে নিজের কথা ছোট করে শেয়ার করতে পারেন। দীর্ঘ সময় পর আবারও About ফিচারটিকে সামনে এনে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে চায় মার্ক জাকারবার্গের সংস্থা।

কীভাবে ব্যবহার করবেন এই About ফিচার?

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন About ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে নিজের প্রোফাইল পিকচারে ট্যাপ করতে হবে, অথবা সেটিংস মেনুতে গিয়ে About সেকশনে ক্লিক করতে হবে। সেখানে গেলে Add About বা Update About অপশন দেখা যাবে। এখানেই ব্যবহারকারীরা নিজের মতো করে ছোট স্ট্যাটাস লিখে যোগ করতে পারবেন। সবশেষে ঠিক করতে হবে—কে এই স্ট্যাটাস দেখতে পাবে, অর্থাৎ ভিজিবিলিটি সেট করতে হবে। চাইলে স্ট্যাটাস কতক্ষণ থাকবে তার সময়সীমাও নির্ধারণ করা যাবে। এরপর শুধু Post বাটনে ট্যাপ করলেই আপনার About আপডেট হয়ে যাবে।

ফিচারটির সুবিধা

ইনস্টাগ্রামে যেমন নোটস ফিচারটিতে নিজের বক্তব্য, বিশেষ অনুভূতি অথবা কোনও উইশ লেখা যায়, ঠিক তেমনই হোয়াটসঅ্যাপের About ফিচারটির সাহায্যে ছোট টেক্সট আপডেট করতে পারবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে নিজের মনে যা আসে সেই সব চিন্তাভাবনা কিংবা নিজের বর্তমান অবস্থা সম্পর্কে ছোট করে নিজের পরিচিতদের আপডেট দিতে পারবেন। এক্ষেত্রে ওই আপডেট বা স্ট্যাটাস ব্যবহারকারীর প্রোফাইল ও One On One চ্যাটে দেখা যাবে। সেক্ষেত্রে মিনি স্ট্যাটাস দেখে যে কেউ রিপ্লাই করতে পারবেন ব্যবহারকারীকে। সব মিলিয়ে, অবসর কিংবা ব্যস্ত সময়ে নিজের বক্তব্য বা অবস্থা জানানোর জন্য About ফিচারটি যথেষ্ট কার্যকরী হতে চলেছে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Join WhatsApp

Join Now