আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

CBSE Board New Rules: বছরে দুইবার পরীক্ষা, বদল আসছে বোর্ডের পদ্ধতিতে

Updated On:
CBSE Board New Rules

সিবিএসই বোর্ডের জন্য এসেছে বড় আপডেট। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বড় পরিবর্তন আনা হবে (CBSE Board New Rules)। এবার থেকে বছরে একবার নয়, দুইবার বোর্ড পরীক্ষা নেওয়া হবে। মূলত পরীক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং তাদের একাডেমিক পারফরম্যান্স আরও ভালো করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উভয় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক (CBSE Board New Rules)

নতুন সিবিএসই নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সাল থেকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বছরে দু’বার হবে। বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রত্যেক শিক্ষার্থীকেই প্রথম পরীক্ষায় বসতে হবে এবং সেখানে অন্তত তিনটি বিষয়ে অংশ নেওয়া বাধ্যতামূলক। কেউ যদি প্রথম পরীক্ষায় না বসে বা তিনটি বিষয়েও পাস করতে না পারে, তবে দ্বিতীয় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলবে না। দ্বিতীয় পরীক্ষাকে বোর্ড ‘উন্নতির পরীক্ষা’ হিসেবে দেখছে, যেখানে শিক্ষার্থীরা সর্বোচ্চ তিনটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়গুলিতে আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করা এবং তাদের ক্রেডিট স্কোর বাড়ানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—দুই পরীক্ষার মধ্যে যেটির নম্বর বেশি হবে, সেটিই চূড়ান্ত মার্কশিটে গণনা করা হবে।

ডিজিটাল পরীক্ষা এবং ফি বৃদ্ধি

এদিকে পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার জন্য সিবিএসই ডিজিটাল মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছে। আর এই উদ্যোগের আওতায় উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠায় একটি করে বার কোড দেওয়া থাকবে। এতে পরীক্ষার্থীদের সঠিক শনাক্তকরণ নিশ্চিত করা যাবে। পাশাপাশি ডিজিটাল মূল্যায়নের জন্য ইতিমধ্যে একটি পাইলট প্রকল্প চালু হয়েছে। এখন বছরে দু’টি বোর্ড পরীক্ষা আর দু’টি মূল্যায়নের সাথে সিবিএসসি উত্তরপত্র পরীক্ষার জন্য ফিও বাড়াতে হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সিবিএসই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ সান্যম ভরদ্বাজ জানিয়েছেন যে এবার বোর্ড পরীক্ষায় বসতে হলে শিক্ষার্থীদের কমপক্ষে ৭৫% উপস্থিতি থাকতে হবে। নতুন এই নিয়মটি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের পরিষ্কারভাবে জানানোই স্কুলের দায়িত্ব। উপস্থিতি কম হলে পরীক্ষায় বসতে বাধা পেতেও হতে পারে, তাই আগেভাগেই উপস্থিতির দিকে নজর রাখা খুবই জরুরি।

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now