একটু জাঁকিয়ে শীত পড়ার আগেই পশ্চিমবঙ্গে আবহাওয়ার অবস্থা বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে (Weather Update West Bengal)। লাইনে রয়েছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়, আর তাপমাত্রা অনেক জেলায় স্বাভাবিকের তুলনায় উর্ধ্বমুখী। ফলে কবে বাংলায় প্রকৃত শীতের আমেজ নামবে তা এখনও স্পষ্ট নয়। কিছু এলাকায় যেমন পুরুলিয়া ও বাঁকুড়া, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম রয়েছে। আগামী দিনে তাপমাত্রা কিছুটা কমার আশায় থাকলেও নতুন সপ্তাহে সম্ভাব্য দুর্যোগ নিয়ে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। বিশেষ করে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ বাংলার ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে জনসাধারণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে, তা নিয়েও তৈরি হয়েছে উত্তেজনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update West Bengal)
প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, পারদ পতনের ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিনে পশ্চিমবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমবে। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ ঠান্ডা থাকবে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া এবং বীরভূমের জন্য, যেখানে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মালাক্কা প্রণালীর উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মালাক্কা প্রণালী হচ্ছে মালয় উপদ্বীপের উত্তর-পূর্ব এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মধ্যে একটি সরু জলراه, যা আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করে। এটি বাংলার উপকূল থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ইতিমধ্যে দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। সমতল জেলাগুলির তাপমাত্রা নেমে গিয়েছে ১৩ ডিগ্রিতে। আগামী দিনে এই পারদ আরও বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। আজও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভালো ঠান্ডা বিরাজ করবে।









