আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

বাড়তে চলেছে ইন্টারনেটের গতি! নোকিয়ার সাথে বড় চুক্তিতে রেলটেল

Updated On:
RailTel Nokia Partnership

ফোনের জগতে একসময় রাজত্ব করা নোকিয়া আবারও শিরোনামে, আর তার কারণ রেলটেলের সঙ্গে নতুন অংশীদারিত্ব (RailTel Nokia Partnership)। একসময়ের জনপ্রিয় এই ব্র্যান্ড এবার রেলটেলের ন্যাশনাল লং ডিস্ট্যান্স ও মেট্রো অপটিক্যাল নেটওয়ার্ককে আরও আধুনিক করতে হাত মিলিয়েছে। ANI সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ চুক্তির ফলে দেশজুড়ে হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি আরও শক্তিশালী হবে এবং নেটওয়ার্কের মানও উন্নত হবে। স্বাভাবিকভাবেই এর বড় প্রভাব পড়বে ভারতীয় ইন্টারনেটের গতিতে, যা আরও দ্রুত ও নির্ভরযোগ্য হওয়ার আশা করা হচ্ছে।

বড় লক্ষ্য নোকিয়ার (RailTel Nokia Partnership)

রিপোর্ট অনুযায়ী, ভারতীয়দের ইন্টারনেট অভিজ্ঞতাকে আরও আধুনিক করতে রেলটেল তার পুরনো DWDM পরিকাঠামোর বদলে নোকিয়ার অত্যাধুনিক 1830 Photonic Service Switch প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তির ফলে প্রতি বিট ডেটা পরিবহনের খরচ যেমন কমবে, তেমনই নেটওয়ার্কের ক্ষমতা ও স্থিতিশীলতাও অনেকটা বাড়বে। ফলে দেশের ইন্টারনেট স্পিড আরও দ্রুত এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, এতদিন যেসব ফাইবার স্পেকট্রাম অব্যবহৃত ছিল, এবার সেগুলিকেও কাজে লাগানো হবে— যা পুরো নেটওয়ার্ক সিস্টেমকে আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

বিশেষজ্ঞদের মতে, নোকিয়া ও রেলটেলের এই নতুন চুক্তির ফলে ভারতের ইন্টারনেট ব্যবস্থায় বড়সড় উন্নতি আসতে চলেছে। আপগ্রেডেশনের অংশ হিসেবে দেশের প্রধান বড় শহরগুলির মধ্যে দিয়ে শুরু হবে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ল্যামডা রুট, যার মাধ্যমে আরও দ্রুত ও বাধাহীনভাবে ডাটা চলাচল করতে পারবে। ফলে ইন্টারনেট কানেকশন হবে আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য। রিপোর্ট বলছে, এই আধুনিকায়নের সরাসরি সুফল পাবেন রেলটেলের এন্টারপ্রাইজ গ্রাহকরা এবং সাধারণ ব্রডব্যান্ড ব্যবহারকারীরাও— সবার ইন্টারনেট অভিজ্ঞতাই হবে আরও দ্রুত ও উন্নত।

রেলটেলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার এই চুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, অপটিক্যাল ট্রান্সপোর্ট সিস্টেম এবং CG NAT আধুনিকীকরণে এই পার্টনারশিপ বড় ভূমিকা নেবে, আর নোকিয়ার উন্নত প্রযুক্তির সাহায্যে রেলটেল গ্রাহকদের আরও দ্রুত ও স্থিতিশীল পরিষেবা দিতে পারবে। রিপোর্ট আরও বলছে, নোকিয়ার আধুনিক নেটওয়ার্ক ব্যবস্থা রেলটেলের গ্রাহকদের ইন্টারনেট সংক্রান্ত অভিযোগ অনেকটাই কমিয়ে দেবে। নোকিয়ার দাবি, তাদের 7750 সার্ভিস রাউটার সহজেই হাই-স্পিড ডেটা ট্রাফিক সামলাতে সক্ষম। পাশাপাশি ভারতের দ্রুত বেড়ে চলা ইন্টারনেট চাহিদা পূরণে রেলটেলকে সর্বাত্মকভাবে সহায়তা করবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Join WhatsApp

Join Now