নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের পুরনো ভোটার তালিকার সঙ্গে বর্তমান সংশোধিত তালিকা মিলিয়ে দেখা হয়েছে (26 lakh voter mismatch)। সেই তুলনায় দেখা যাচ্ছে—প্রায় ২৬ লাখ ভোটারের নাম নতুন তালিকায় নেই।
ইতিমধ্যেই ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশন করা হয়েছে। এগুলো ধাপে ধাপে পুরনো ডেটার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কমিশনের আধিকারিকদের দাবি, ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।
এর পাশাপাশি জানা গেছে, এখনও ১৪ লাখ এনুমারেশন ফর্ম জমা পড়েনি। মৃত ভোটার, ঠিকানা বদলানো, ডুপ্লিকেট ফর্ম—এসব কারণে বাদ পড়া নামের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। মঙ্গলবার পর্যন্ত জমা না হওয়া ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯২ হাজার।









