আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

রাজ্যে ২০০২ সালের তালিকার সঙ্গে মিল নেই ২৬ লাখ ভোটারের নাম! বড় চাঞ্চল্য নির্বাচন কমিশনে

Updated On:
26 lakh voter mismatch

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের পুরনো ভোটার তালিকার সঙ্গে বর্তমান সংশোধিত তালিকা মিলিয়ে দেখা হয়েছে (26 lakh voter mismatch)। সেই তুলনায় দেখা যাচ্ছে—প্রায় ২৬ লাখ ভোটারের নাম নতুন তালিকায় নেই।

ইতিমধ্যেই ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশন করা হয়েছে। এগুলো ধাপে ধাপে পুরনো ডেটার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কমিশনের আধিকারিকদের দাবি, ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এর পাশাপাশি জানা গেছে, এখনও ১৪ লাখ এনুমারেশন ফর্ম জমা পড়েনি। মৃত ভোটার, ঠিকানা বদলানো, ডুপ্লিকেট ফর্ম—এসব কারণে বাদ পড়া নামের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। মঙ্গলবার পর্যন্ত জমা না হওয়া ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯২ হাজার।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now