Indian Oil Recruitment: গুয়াহাটিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, আবেদন করুন

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) তাদের গুয়াহাটি তেল শোধনাগারে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করছে (Indian Oil Recruitment)। এই নিয়োগের অধীনে মোট ৮২টি শূন্যপদ থাকবে, যেখানে নির্বাচিত প্রার্থীরা বিভিন্ন ট্রেড ও বিভাগে পেশাগত প্রশিক্ষণ পাবেন।

গুয়াহাটিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ (Indian Oil Recruitment)

গণিত, পদার্থবিদ্যা, রসায়ন বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে স্নাতকরা যেমন এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন, তেমনই কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমাধারীরাও সুযোগ পাবেন। শুধু তাই নয়, দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন—তাঁদের জন্য রাখা হয়েছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর ট্রেড, যেখানে হাতে-কলমে কাজ শেখানো হবে।

প্রশিক্ষণ চলাকালীন অ্যাপ্রেন্টিসরা সরকারি নিয়ম মেনে ভাতা পাবেন, আর লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরের ওপর ভিত্তি করেই করা হবে যোগ্যতা যাচাই। এখানে আবেদন করতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে, এবং নির্বাচিত প্রার্থীদের মোট এক বছরের জন্য প্রশিক্ষণ নিতে হবে। তবে যাঁরা আগে কখনও অ্যাপ্রেন্টিস হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা এই সুযোগে আবেদন করতে পারবেন না।

আবেদনকারীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ১৮ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের নাম ২৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। কী ভাবে আবেদন করতে হবে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -